রথযাত্রা উপলক্ষে সাধারণ মানুষ ভিড় জমায় দেশের নানান প্রান্তে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম প্রধান এক উৎসব এটি এবং এই উৎসবের প্রধান উৎসস্থল জগন্নাথধাম পুরী। তাই এই সময় উৎসব উদযাপনের জন্য লক্ষ লক্ষ পুণ্যার্থী পাড়ি দেয় জগন্নাথধামে। আর সেই কারণেই সাধারণ মানুষের সুবিধার্থে স্পেশাল ট্রেন ব্যাবস্থা চালু করল ভারতীয় রেল।
শিয়ালদহ ও খুরদা রোড এবং মালদা টাউন ও মালতীপতপুরের মধ্যে বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল। এর ফলে সাধারণ মানুষ যাতায়াতপথে অনেক সুবিধা ভোগ করবে। ভ্রমণকারীদের জন্য অতিরিক্ত ৮৩০০টি বার্থ বাড়িয়েছে রেল। শিয়ালদহ ও মালদা টাউন স্টেশন থেকে ২টি স্পেশাল ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে।
০৩৪১৯ মালদা টাউন – মালতীপতপুর স্পেশাল ট্রেন, ০৪.০৭.২০২৪ এবং ১১.০৭.২০২৪ তারিখে মালদা টাউন থেকে সকাল ০৯:৩০ টায় ছাড়বে এবং পরের দিন ০৩:৫৫ টায় (ভোর রাত ০৩:৫৫ মিনিট) মালতীপতপুর পৌঁছাবে। ০৩৪২০ মালতীপতপুর – মালদা টাউন স্পেশাল ট্রেন ০৫.০৭.২০২৪ এবং ১২.০৭.২০২৪ তারিখে সকাল ০৬:০০ টায় মালতীপতপুর থেকে ছাড়বে ও একই দিনে ২৩:৪৫ টায় (রাত ১১:৪৫ মিনিট) মালদা টাউন স্টেশনে পৌঁছাবে। ট্রেনটি আসানসোল, আদ্রা, বাঁকুড়া, মেদিনীপুর, হিজলি, বালেশ্বর, রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, অন্ডাল, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে উভয় যাত্রাপথেই থামবে।
এছাড়াও ০৩১০১ শিয়ালদহ-খুরদা রোড স্পেশাল, ০৬.০৭.২০২৪ এবং ১৩.০৭.২০২৪ তারিখে শিয়ালদহ থেকে ০০:০৫ টায় (রাত ১২:০৫ মিনিট) ছাড়বে এবং একই দিনে সকাল ০৮:৩০ টায় খুরদা রোডে পৌঁছবে । ০৩১০২ খুরদা রোড-শিয়ালদহ স্পেশাল ট্রেন ০৬.০৭.২০২৪ এবং ১৩.০৭.২০২৪ তারিখে খুরদা রোড থেকে ১৬:৪০ টায় (বিকেল ০৪:৪০ মিনিট) ছাড়বে এবং পরের দিন ০২:০০ টায় (রাত ২টো ) শিয়ালদহ পৌঁছবে। শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেনটি আন্দুল, ভদ্রক, কটক, খড়্গপুর, বালেশ্বর, এবং ভুবনেশ্বর স্টেশনে উভয় যাত্রাপথেই থামবে।
০৩১০১ শিয়ালদহ-খুরদা রোড স্পেশাল এবং ০৩৪১৯ মালদা টাউন-মালতীপতপুর স্পেশাল ট্রেনের বুকিং পাওয়া যাবে পিআরএস ও ইন্টারনেটের মাধ্যমে।