Rashtrapati Bhavan Marriage: ভারতীয় ইতিহাসে প্রথমবার রাষ্ট্রপতি ভবনে বসবে বিয়ের আসর, পাত্র-পাত্রী কে?

ভারতীয় বিয়ের জাঁকজমক একটু বেশিই নজরকাড়া। বিপুল আয়োজনে সমাপ্ত হয় বিয়ের অনুষ্ঠান। কিন্তু তা বলে খোদ রাষ্ট্রপতি ভবনে বিয়ের আয়োজন। এমনই এক ঘটনার সাক্ষী থাকতে চলেছে ভারতীয় জনতা।

 

হাইলাইটসঃ
১। রাষ্ট্রপতি ভবনে বসবে বিয়ের আয়োজন
২। এই বিবাহ অনুষ্ঠানের পাত্রী পুনম গুপ্ত
৩। তিনি বর্তমানে রাষ্ট্রপতি ভবনের PSO হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন

 

এই বিবাহ অনুষ্ঠানের পাত্রী পুনম গুপ্ত। পেশায় তিনি একজন সিআইএসএফ-এর অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডার ও বর্তমানে রাষ্ট্রপতি ভবনের personal security officer (PSO) হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন৷ পাত্র অভনীশ কুমার। পেশায় তিনি একজন সিআরপিএফ অফিসার ও বর্তমানে তিনি তিনি জম্মু কাশ্মীরে কর্মরত।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে বিয়ের আসর বসবে। রাষ্ট্রপতি ভবনের মাদার টেরেজা ক্রাউন কমপ্লেক্সে এই বিয়ের আসর বসতে চলেছে৷ পাত্রী এবং পাত্র পক্ষের ঘনিষ্ঠ মহল উপস্থিত থাকবে এই বিবাহ অনুষ্ঠানে।

জানা গেছে, পুনম গুপ্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এই ভবনে বিয়ের অনুষ্ঠান করার অনুমতি চেয়ে অনুরোধ করেছিলেন। কর্মক্ষেত্রে পুনমের অবদানের উপর ভিত্তি করে এই বিশেষ অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি।

কিছুদিন আগে নয়াদিল্লিতে ৭৪তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সিআরপিএফ-এর মহিলা বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন পুনম৷ এছাড়াও, রাষ্ট্রপতি ভবনে নিযুক্ত হওয়ার আগে বিহারের নকশাল উপদ্রুত এলাকাতে কাজ করেছেন তিনি।

এই অভিনব বিয়ের অনুষ্ঠানের ঝলক দেখার জন্য আগ্রহী ভারতীয় জনতা। তবে এই অনুষ্ঠানের ছবি সমাজমাধ্যমে প্রকাশ করার অনুমতি পাওয়া যাবে কিনা, এখন তা নিয়েই চলছে আলোচনা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...