পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ ভারত-পাক ম্যাচ পুনরায় করার আবেদন জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে।
পাকিস্তানের এক সংবাদপত্রে রশিদ লতিফ বলেছেন একমাত্র সৌরভই পারে ভারত পাক দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরু করার উদ্যোগ নিতে। এই ব্যাপারে পাকিস্তানের বোর্ড প্রেসিডেন্ট এহসান মানিকে সাহায্য করতে পারে সৌরভ। গোটা দেশ এই ম্যাচ নিয়ে অপেক্ষা করে রয়েছে। এই সিরিজ শুরু না হলে দুই দেশের ক্রিকেটের উন্নতি সম্ভব নয়। ২০০৪ সালে পাকিস্তান সফর ইতিবাচক করতে গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছিল সৌরভ। সেই সিরিজে ভারত ওয়ান ডে এবং টেস্ট দুই সিরিজেই জয়লাভ করেছিল। তাই সৌরভের ওপর তাঁর ভরসা রয়েছে যে একমাত্র ওই পারবে এই দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরু করতে।
এছাড়াও পাকিস্তানে যাতে অন্যান্য দেশগুলি খেলতে আসে সেই ব্যাপারেও পরামর্শ দিয়েছেন সিইও ওয়াসিম খানকে। তিনি বলেছেন সেরা ক্রিকেট খেলে এমন দেশগুলিকে পাকিস্তানে আসার জন্য আমন্ত্রন করতে হবে যাতে তারা আমাদের দেশে এসে সিরিজ খেলতে ইচ্ছুক হয়।