মেঘ-বৃষ্টির খেলায় আকাশ জুড়ে বাঁকা ধনুক। হাজার ব্যস্ততার মধ্যেও চোখ টেনে নেয় সেই ধনুক-রামধনু। রামধনু মানে সাত রঙের বাহার। বেনিয়াসহকলার ঝলকে মুগ্ধ হয় চোখ, কিন্তু সাদা রঙের বদলে যদি একটি মাত্র রঙ হয় রামধনুর, কেমন হবে?
অনেকেই হয়ত বিশ্বাস করবে না, কিন্তু এমনই আশ্চর্য রামধনু দেখা গিয়েছে ক্যালিফোর্নিয়ার আকাশে। ‘রেইন বো’র পরিবর্তে আবহাওয়াবিদরা এই রামধনুর নাম দিয়েছেন ‘ফগ বো’। ব্রিটেনের আবহাওয়া মন্ত্রক জানিয়েছে, খারাপ আবহাওয়া ও মেঘলা আকাশের কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকায় সূর্যের আলো জলের ফোঁটার সঙ্গে মিথস্ক্রিয়া করলে একটি সাধারণ রামধনুর মতোই একটি কুয়াশা বা সাদা রামধনু তৈরি হয়। কুয়াশার মধ্যে সূর্যের রশ্মি মিশলে বৃষ্টির জলে রাসায়ানিক বিক্রিয়া করে সাদা রামধনু তৈরি হয়।
View this post on Instagram
জলকণা ১০ থেকে ১ হাজার গুণ ছোট থাকে। যার ফলে আলো ভিন্নভাবে বিচ্ছুরিত হয়, যা কুয়াশাকে সাদা বা রঙহীন করে তোলে।
ক্যালিফোর্নিয়ার মেরিন হেডল্যান্ডসের এক ফটোগ্রাফার সোশ্যাল মিডিয়ায় সাদা রামধনুর ছবি পোস্ট করে জানিয়েছেন, এক সকালে হাঁটতে বেরিয়ে তিনি ‘ফগ বো’র বিরল অভিজ্ঞতার সাক্ষী হন।
স্বাভাবিক ভাবেই সাদা রামধনু দেখে চমক যান নেটিজেনরা। ফগ বো বেশ অনেকটা সময় স্থায়ী হয়েছিল। পরে হেডল্যান্ডস অঞ্চলের আর এক প্রান্তের ছবি পোস্ট করেন তিনি।