মহালয়ার দিনেই দেখা যাবে সূর্যগ্রহণ, জানুন সমস্ত তথ্য

১৪ অক্টোবর, অর্থাৎ আগামী শনিবার হবে সূর্যগ্রহণ। এক বিরল দৃশ্য দেখা যাবে আকাশে। এদিন, আমেরিকার বেশিরভাগ অংশে ‘রিং অফ ফায়ার’ সূর্য গ্রহণের আংশিক দৃশ্য দৃশ্যমান হবে। দক্ষিণ ও মধ্য আমেরিকা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্রের মত বেশ কিছু জায়গার স্থানীয়রা এই বিরল দৃশ্যের সাক্ষী থাকবে। ২০১২ সালের পর ফের এই প্রথম এমন বিরল দৃশ্য দেখা যাবে। 

ওয়াশিংটনের একটি প্রতিবেদন জানিয়েছেন যে শনিবার চাঁদ সূর্যের সামনে অবস্থান করবে এবং বেশিরভাগ অংশই লুকিয়ে থাকবে। কিন্তু জানা গিয়েছে যে একটি দর্শনীয় বৃত্ত বা বলয় দেখা যাবে।

Annular-solar-eclipse-20231010_11zon

জানা যায়, একটি বৃত্তাকার সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবীর থেকে তার দূরতম বিন্দুতে সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে যায়। তাই চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে রাখতে পারে না, যার কারণে আকাশে সূর্যের আলোর একটি পাতলা বৃত্ত বা ‘আগুনের বলয়’ দৃশ্যমান হয় এবং সম্পূর্ণ সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ পৃথিবীর অনেক কাছে থাকে।

নাসা সংস্থার তরফে জানানো হয়েছে যে আবহাওয়া অনুকূল থাকলে ওরেগন, নেভাদা, উটাহ, নিউ মেস্কিকো, টেক্সাস ও ক্যালিফোর্নিয়ার কিছু অংশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

মার্কিন যুক্তরাষ্ট্রে আংশিক সূর্যগ্রহণের সময় হবে চার থেকে পাঁচ মিনিট। আটলান্টিক মহাসাগরে সূর্যাস্তের সময় আংশিক সূর্যগ্রহণ শেষ হবে।জ্যোতির্বিজ্ঞানীরা জানইয়েছেন যে এই সূর্য গ্রহণ ভারতে দেখা যাবে না, তাই কোনও প্রভাব পড়বে না এদেশে।

মহালয়ার দিন ১৪ অক্টোবর রাত ৮.৩৪ মিনিট থেকে এই গ্রহণ শুরু হবে এবং মধ্য রাত্রি ২.২৫ মিনিটে শেষ হবে। এই ধরনের গ্রহণকে কঙ্কনাকৃতি সূর্যগ্রহণ বলা হয়। এই গ্রহণ অক্টোবরে মানে বলয়গ্রাস।

এমন দিনে আকাশে সূর্যকে কঙ্কণ বা চুড়ির আকারে দেখতে লাগবে তাই এই নামকরণ।

জ্যোতিষ অনুযায়ী জানা যায়, এই সূর্য গ্রহণ কন্যা রাশি ও চিত্রা নক্ষত্রে লাগবে। এই জাতকরা শরীরে শক্তির অভাব অনুভব করতে পারেন। বিশেষত কন্যা রাশির জাতক-জাতিকাদের চোখের সমস্যা হতে পারে। জ্বর, অ্যালার্জির সমস্য়াতেও কষ্ট পেতে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...