ফ্রেডের মাতৃস্নেহ ৯টি বাচ্চা হাঁসের প্রতি

কুকুর বাড়িতে পোষা হয় কারণ সে সবচেয়ে প্রভুভক্ত| সে হল স্নেহের ঝুড়ি, মায়ার বাধন , সেই কুকুর আপন করছে হাঁসছানাদের ভাবা যায় বা দেখা যায়? তবে দেখুন!

ফ্রেড হল একটি ১০ বছরের লাব্রাডর কুকুর যার স্নেহ আমাদের মনকেও বিস্মিত করছে, লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরের কাছে এক পর্যটন কেন্দ্র মাউন্টফিটচেট ক্যাসেলের কর্মীদের কথা অনুযায়ী  ৯টি বাচ্চাকে জন্ম দিয়েই মা হাঁসটি মারা যায়, তৎক্ষণাৎ ওই অনাথ বাচ্চা গুলোকে কাছে টেনে নেয় এই লাব্রাডরটি| যত্ন নেওয়া থেকে শুরু করে সাঁতার শেখানো সবই করছে ফ্রেড|জেরেমি গোল্ডস্মিথ, ফ্রেডের মালিক খুবই খুশি এই বিষয়ে|তিনি না থাকলে ঘটনাটি ঘটত না, তিনি বলেছেন ১০ বছরের ফ্রেড যেখানেই যায় বাচ্চা গুলো তার পিছন পিছন ঘোরে, ঘুমালে সাথে ঘুমায়, বসে থাকলে ফ্রেডের কলের কাছে বসে কখনো কখনো মাথায় ঘাড়ে উঠে বসে| বাচ্চাগুলো ফ্রেড-কে তাদের মা বলেই মনে করে|

ক্যাসেলের পর্যটকরা দেখার সুযোগ ছাড়ছে না এই বাবা কুকুর ও তাঁর স্নেহের ‘অ্যাডপ্টেড’ হাঁস বাচ্চাগুলোর বিরল সম্পর্ক|

এটা শেয়ার করতে পারো

...

Loading...