সবচেয়ে ক্ষুদ্রতম চাঁদ দেখার সুযোগ কি আগে কখনও পেয়েছেন জীবনে? যদি না হয়ে থাকে তা হলে প্রস্তুত থাকুন। ১৩ বছর পর আজ পুনরায় চর্মচক্ষে ‘মাইক্রোমুন’ প্রত্যক্ষ করার সুযোগ থাকছে আপনার কাছে। এর আগে ২০০৬ সালের জানুয়ারি মাসে শেষবার দেখা গিয়েছিল মাইক্রোমুন। বিজ্ঞানীরা বলছেন, ১৩ বছরের কম বা বেশি সময় আগে পরে এ চাঁদের দেখা মেলে। তাই এ সুযোগ হারালে সে ক্ষেত্রে ২০৩৩ সালের মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ আজকের পর ফের মাইক্রোমুন দেখা যাবে ঐ সময়।
কিন্তু মাইক্রোমুন দেখার ক্ষেত্রে বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে মেঘ। সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কারণে আকাশ অংশত মেঘলা থাকবে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিজ্ঞানীরা বলছেন মাইক্রোমুনের কারণে আজ ১৪ থেকে ৩০ শতাংশ ছোটো দেখাবে চাঁদকে। আজ পূর্ণিমা, তাই আকাশ পরিষ্কার থাকলে মাইক্রোমুন প্রত্যক্ষ করার সুবর্ণ সুযোগ পাওয়া যাবে।
উপবৃত্তাকার কক্ষপথের কারণে কখনও চাঁদ পৃথিবীর সামনে কখনও দূরে অবস্থান করে। কক্ষপথ ধরে আজ পৃথিবী থেকে সবচেয়ে দূরে চলে যাবে চাঁদ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ২ লক্ষ ৫১ হাজার ৬৫৫ মাইল হলেই তাকে মাইক্রো হিসেবে গণ্য করা হয়। আজ তার থেকেও ৮১৬ মাইল দূরে থাকবে চাঁদ। পূর্ণিমা শুরু হয়েছে আজ সকাল ৭টা ৩৬ মিনিট থেকে, ছাড়বে ১৪ই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল সকাল ১০টা ৩ মিনিটে। এই সময়ের মধ্যে চাঁদকে সবচেয়ে ছোটো দেখাবে। এই বিরল দৃশ্য প্রত্যক্ষ করতে চাইলে সন্ধ্যে থেকেই আকাশের দিকে দৃষ্টি রাখতে হবে।