ভারতের রাপুনজিল

গিনিস বুক অফ রেকর্ডস -এ লম্বা চুলের খেতাব জিতল ভারতীয় কন্যাগুজরাটের মেয়ে নীলাংশি প্যাটেল এখন জীবন্ত রাপুনজিলএকরাশ চুল মাথায় রূপকথার রাজকন্যা ছিল রাপুনজিল।  আর ১৬ বছরের নীলাংশি প্যাটেল ইতিমধ্যেই বাবা মা, আত্মীয় বন্ধু -বান্ধবদের কাছে সেই রাজকণ্যার জল জ্যান্ত উদাহরণ । তার চুলের দৈর্ঘ্য ৫ফুট ৭ ইঞ্চি অর্থাৎ ১৭০.৫ সেন্টিমিটার লম্বা।

longest-hair

নীলাংশির চুল লম্বা রাখবারও একটা গল্প রয়েছে। ৬ বছর বয়সে চুল কাটাবার পর সেটা দেখতে মোটেই ভালো লাগেনি ছোট্ট নীলাংশির। তারপর থেকে সে ঠিক করে ফেলেছিল আর কোন চুল কাটা নয়। এই সিদ্ধান্তকে উৎসাহ দিয়েছিলেন নীলাংশির বাবা-মাও। নীলাংশির চুলের যত্ন নিতে বিশেষ যত্ন নেন তার মা।  লম্বা চুলের যত্ন নিতে নীলাংশি সপ্তাহে একদিন শ্যাম্পু করেন। চুল শুকিয়ে আঁচড়াতে সময় লাগে দেড় ঘন্টা মত।

সম্প্রতি ইতালির 'দি নাইট অফ দা রেকর্ড' টিভি সিরিজেও অংশগ্রহণ করে নীলাংশিলম্বা চুলের রেকর্ডধারিনী জানায়, এত লম্বা চুল সামলাতে কোনভাবেই অসুবিধার সম্মুখীন হয়নি সে। সকলে যেমনটা ভাবেন যে তার জন্য লম্বা চুলের যত্ন নেয়া কষ্টকর হয় কিন্তু নীলাংশির কাছে তেমন মনে হয়নি। কখন বিনুনি,কখনো খোঁপা করেই স্বচ্ছন্দ থাকতে পারে সে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...