Ranveer Allahbadia News: বিতর্ক কাটিয়ে দীর্ঘ দু’মাস পরে কাজে যোগ দিলেন ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া

দীর্ঘ দু’মাস পরে ফের কাজে যোগ দিলেন রণবীর ইলাহাবাদিয়া। তাঁর প্রায় ৩০০ জনের টিমকে নিয়ে আবারও নতুন উদ্যোমে শুরু করলেন তাঁর পডকাস্ট। ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানের বিতর্কের পর কাজ বন্ধ করেছিলেন তিনি। কিন্তু আবারও বিভিন্ন পডকাস্ট শো-য়ে দেখা যাবে তাঁকে।

প্রসঙ্গত, ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ নামক এক অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গম নিয়ে মন্তব্য করে বিপাকে জড়িয়েছিলেন রণবীর। তাঁর মন্তব্যকে অশ্লীল তকমা দেওয়া হয়েছিল। এমনকি এই কারণে রণবীর সহ অনুষ্ঠানের অন্যান্য আয়োজকদের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছিল। সমাজমাধ্যমে এসে রণবীর এই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও কোনও কাজ হয়নি। কিন্তু দু’মাস পর আবারও নতুন শুরুর পথে রণবীর। কাজে ফিরে তিনি তাঁর পূর্বের মন্তব্য নিয়ে আবারও ক্ষমা চাইলেন ও নিজের দেশের সভ্যতা, সংস্কৃতি নিয়ে আর আরও কাজ করার প্রতিশ্রুতি দিলেন।

রণবীর বলেন, এই কঠিন সময়ে যারা তাঁর পাশে থেকেছেন সকলের প্রতি তিনি কৃতজ্ঞ। নিজের টিমের পাশাপাশি তিনি পাশে পেয়েছেন সেই সমস্ত ব্যক্তিকে, যাঁরা অতীতে তাঁর পডকাস্টে এসেছেন। তিনি আরও বলেন, সময়টা খুবই কঠিন ছিল, তিনি প্রকাশ্যে হিংসাত্মক হুমকি পেয়েছেন, অনলাইনে এত ঘৃণা দেখেছেন, এত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু এসবের মাঝে সকলের ভালবাসা অনেক সাহায্য করেছে তাঁকে।

নিজের কাজ নিয়ে রণবীর জানান, তিনি বুঝতে পেরেছেন যে তাঁর কাঁধে বড় দায়িত্ব রয়েছে। তিনি পডকাস্ট ও কন্টেন্ট তৈরি করতে ভালবাসেন। নিজের দেশের ইতিহাস, সংস্কৃতিকে অন্বেষণ করার চেষ্টা করেছেন। আশা করছেন এই কাজে তিনি অনুরাগীদের সমর্থন পাবেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...