এবার বিপাকে জনপ্রিয় ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া। ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ নামে এক কমেডি শোয়ে বাবা-মায়ের যৌনতা নিয়ে অশালীন মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে তিনি। সূত্রের খবর, এই মন্তব্যের জেরে রনবীর ও এই শোয়ে উপস্থিত থাকা অন্যান্য বিচারকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
হাইলাইটসঃ
১। বিপাকে জনপ্রিয় ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া
২। এক কমেডি শোয়ে যৌনতা নিয়ে অশালীন মন্তব্য করেন তিনি
৩। এই কারণে নিজের চ্যানেলের প্রায় ২০ লক্ষ অনুগামী হারিয়েছেন তিনি
রণবীর ইলাহাবাদিয়ার ইউটিউব চ্যানেলের নাম ‘বিয়ারবাইসেপস’। ২০১৪ সাল থেকে তিনি তাঁর ইউটিউব যাত্রা শুরু করেন। এখানে মূলত স্বাস্থ্যসচেতনতা, আধ্যাত্মিকতা এবং আত্ম-উন্নতির মতো বিষয়ে কনটেন্ট তৈরী করেন তিনি। বর্তমানে মোট সাতটি চ্যানেল রয়েছে রণবীরের।
তবে ইউটিউবে পডকাস্ট প্রোগ্রামের জন্যও তিনি ভীষণ জনপ্রিয়। তাঁর শোয়ে অতিথি হিসেবে বিভিন্ন সময় দেখা গেছে বলিউড, খেলা, রাজনীতির বহু পরিচিত মুখকে। এই তালিকায় রয়েছেন, এ আর রহমান থেকে অক্ষয় কুমার, জন আব্রাহাম, জাহ্নবী কপূর এবং যুবরাজ সিংহের মতো তারকারা।
বর্তমানে ১ কোটিরও বেশি নেটমাধ্যম ব্যবহারকারী অনুগামী আছে তাঁর ইউটিউবে চ্যানেলের। এছাড়া, ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৩৪ লক্ষ। কিন্তু সংবাদমাধ্যমগুলির দাবি, সাম্প্রতিক বিতর্কের জন্য এক দিনেই নিজের চ্যানেলের প্রায় ২০ লক্ষ অনুগামী হারিয়েছেন রণবীর।
তবে ৩১ বছর বয়সি রণবীরের আয়ের পরিমাণ বিশাল। তার আয়ের উৎস হল সমাজমাধ্যমে বিজ্ঞাপন, ব্র্যান্ডের প্রচার। নামীদামি ব্র্যান্ডগুলি থেকে প্রতি মাসে আনুমানিক ১৫- ২০ লক্ষ টাকা আয় করেন তিনি। এছাড়াও তাঁর ইউটিউব চ্যানেল বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন তিনি। তাঁর মাসিক আয় আনুমানিক ৩৫ লক্ষ টাকা এবং তাঁর মোট সম্পত্তির মূল্য বর্তমানে ৬০ কোটি টাকা।
তবে বিতর্কিত মন্তব্যের কারণে বর্তমানে সমস্যায় রয়েছেন রণবীর। বিতর্কের আবহে বিতর্কিত ওই ভিডিয়ো ইউটিউব থেকে সরানো হয়েছে বলেও খবর। চাপের মুখে পরে সমাজমাধ্যমে এসে ক্ষমাও চেয়েছেন তিনি। কিন্তু তাঁর প্রতি ওঠা এই সমালোচনার ঝড় দিন দিন বেড়েই চলেছে।