দেবিদাস ভট্টাচার্য্য-র পরিচালনায় এবার ছোট পর্দায় আসছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘রানুর প্রথম ভাগ’| রানু একটি ছোট আট বছরের মেয়ে, যার গিন্নিপনায় প্রায় সকলেই অস্থির| সেই গল্পই তুলে ধরেছেন লেখক তাঁর এই ‘রানুর প্রথম ভাগে’| যার প্রথম ভাগ পড়া বাদ দিয়ে আর সবকিছুতেই আগ্রহ, এমনকি মেজকাকার আইনের বই পড়তেও| এরপর রানুর বিবাহ ঠিক হয়বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার আগে মেজকাকাকে রানু কিছু দিয়ে যায়, মেজকাকাকে কি দিয়ে গেল রানু তা জানতে হলে চোখ রাখতে হবে আপনাকে এক মাসের এই সাহিত্যে| এই চিত্রনাট্যে শকুন্তলা বড়ুয়া, গৌরীশঙ্কর পান্ডা, সুব্রত চৌধুরী, বনহী চক্রবর্তী ও সুমি প্রধান প্রমুখের অভিনয় দেখার সুযোগ হবে|