রানুর জীবনটা অনেক পালটে গেছে এখন। সে কলেজে ভর্তি হয়েছে। ওদিকে বসুধাও রানুকে গৃহবধূ হিসেবে বরণ করে নিয়েছে। রানুর প্রতি বসুধার অস্বাভাবিক ভাল ব্যবহারে অবাক হয় রানু এবং ধ্রুব। বসুধা কি সত্যিই পালটে গেছে নাকি অন্য কোনও মতলব আছে তার? এই প্রশ্ন দর্শকের মনে ঘুরে ফিরেই আসছে। তাই তাঁদেরকে দেখতে হবে এই ধারাবাহিক।
ওদিকে রানু ঠিক করেছে যে সে লটারির টাকা পাওয়ার পর একটা মহৎ উদ্দেশ্যে সেই টাকা ব্যয় করবে। কী সেই মহৎ উদ্দেশ্য? রানু একটি স্কুল খুলতে চায়। সেখানে ইংরেজিও পড়ানো হবে। দুস্থ শিশুরা সেখানে লেখাপড়া করবে, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে একেবারে বিনা বেতনে। রানুর এই মহৎ উদ্দেশ্যে তাকে সবরকমভাবে সাহায্য করবে বলে আশ্বাস দেয় ধ্রুব। রানুও খুশি হয়। পুনরায় বিয়েতে দুজনে দুজনের পাশে থাকবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে রানু এবং ধ্রুব।
রানুর চরিত্রে বিজয়লক্ষ্মী আর ধ্রুবর চরিত্রে ক্রুশল আহুজা। বিজয়লক্ষ্মী বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। ওদিকে ক্রুশল বাংলা টেলিভিশনের একেবারে নতুন মুখ। সেরা নতুন মুখের খেতাবও ইতিমধ্যেই চ্যানেলের পক্ষ থেকে পেয়েছেন ক্রুশল। বসুধার চরিত্রে স্বাগতা মুখোপাধ্যায় অনবদ্য। নেগেটিভ চরিত্রে বারবার নিজের ক্যারিশ্মা প্রমাণ করে চলেছেন তিনি। যদিও এই ধারাবাহিকে এই মুহূর্তে তাঁর চরিত্রের খানিকটা অদলবদল ঘটছে। হঠাৎ কেমন মাটির মানুষ হয়ে গিয়েছে বসুধা। ব্যাপারটা কী? জানতে হলে দেখতে হবে ‘রানু পেল লটারি’ সোম থেকে শুক্র রাত ১০ টায় জি বাংলায়।