#EXCLUSIVE: প্ল্যাটফর্ম সিঙ্গার রানু মণ্ডল

 

এই সময়ে দাঁড়িয়ে কার কথা আজ মুখে মুখে ফেরে বলুন তো? হ্যাঁ, পাঠকের থেকে বড় বিচক্ষণ আর কে আছেন? ঠিকই ধরেছেন, তিনি রানু মণ্ডল। রানাঘাট প্ল্যাটফর্মে বসে তাঁর গাওয়া ইয়ে প্যার কা নগমা হ্যায়’ গানটি একদিন ভাইরাল হয়। আর আজ তিনিই স্টার। খুব বেশিদিন লাগেনি তাঁর প্রচারের আলোকে আসতে। অল্প কয়েকদিনের মধ্যেই সব কিছু কেমন পালটে যায় তাঁর জীবনে। হিমেশ রেশমিয়ার সুরে গানও গেয়ে ফেললেন তিনি। পারিশ্রমিক হিসেবে পেলেন কয়েক লক্ষ টাকা। সূত্রের খবর অনুযায়ী তিনি নাকি টাকার অঙ্কের কথা শুনে টাকাটা নিতেই চাননি। হিমেশের তৎপরতাতেই টাকাটি ঘরে যায় রানু মণ্ডলের। আর এবার নাকি এহেন রানু দিকে দেখা যেতে পারে বিগ বস-এও। ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘বিগ বস’।

 খবর শেষ নয় এখানেই। খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যাবে রানু দিকে। তাঁর বায়োপিক বানাচ্ছেন পরিচালক হৃষিকেশ মণ্ডল। রানু দি’র চরিত্রে অভিনয় করতে রাজি আছেন অনেকেই। কথা চলছে অনেকের সঙ্গে। নাম স্থির হলে তা সামনে আসবে খুব তাড়াতাড়িই। তবে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এক অভিনেত্রীর সঙ্গেও কথা চলছে বলে জিয়ো বাংলাকে একান্ত কথোপকথনে জানিয়েছেন পরিচালক হৃষিকেশ মণ্ডল।  পরিচালক জানান- “আমি বরাবরই রিয়েল লাইফ স্টোরি বানাতে পছন্দ করি। এটা আপনি জানেন। তাই এবার রানু দি। রানু মণ্ডল, অতীন্দ্র, তপন সকলেই উঠে আসবেন গল্পে। কাস্টিং ঠিক হয়নি এখনও। আশাকরি খুব তাড়াতাড়ি সেই খবরটাও দিতে পারব আপনাদেরকে।”

এর আগে কুসুমিতার গপ্পো’ বানিয়েছিলেন পরিচালক হৃষিকেশ মণ্ডল। সেটিও ছিল মহিলা ফুটবলার কুসুমিতা দাসের বায়োপিক। এবারও তাঁর নিবেদন রানু মণ্ডলের বায়োপিক। সেপ্টেম্বরের শেষ থেকেই শুরু হবে প্ল্যাটফর্ম সিঙ্গার রানু মণ্ডল’-এর কাজ। আপাতত এই নামই রাখা হয়েছে ছবির। যাকে বলে ওয়ার্কিং টাইটেল’ পরে নাম বদলে দেওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে পরিচালকের তরফে। ছবিতে রানু মণ্ডলের নিজের কণ্ঠের গানও শোনা যাবে। এ ছাড়াও কিছু পুরুষ কণ্ঠও থাকবে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন সিধু।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...