রানীর এবার লোকমাতা হয়ে ওঠার সময় আসন্ন। সম্প্রতি মৃত্যু ঘটেছে রাজচন্দ্রর। জানবাজার জমিদারবাড়ির অতিকায় জমিদারির সকল ভার আজ রানীর কাঁধে। 'রানী রাসমণি' ধারাবাহিকের গল্পে বাঁক এসেছে এমনই। ইতিহাস মেনেই এগোচ্ছে গল্প। এতটুকু বাড়িয়ে বলার চেষ্টা নেই ধারাবাহিকে। দর্শক ঠিক যতদিন ধারাবাহিকটিকে ভালবাসবেন ততদিনই এই ধারাবাহিক চলবে বলে আগেও জানিয়েছেন প্রযোজক সুব্রত রায়। পাশাপাশি একই জিনিস নিয়ে কচকচানি বাড়ানোরও কোনও প্রচেষ্টা নেই ধারাবাহিকে। না হলে হয়ত আর কয়েকদিন পরেও রাজচন্দ্রের প্রয়াণ দেখানো যেত।
শুটিং-এর শেষ দিনে রাজচন্দ্র থুড়ি গাজী আবদুন নুরকে ফোন ঘোরাতে তিনি জানান- "আজ শেষ বেলায় শেষ সিনের শুটিং। মনটা আজ ভাল নেই। মিস করব সকলকে।"
ক্লাস ইলেভেনের ছাত্রী দিতিপ্রিয়া রানীর চরিত্রে যে ভাবে সাড়া ফেলল এই ধারাবাহিকে তা এককথায় অনবদ্য। আজ সে বয়স্কা। মেয়ে-জামাই-নাতি নিয়ে তার ভরা সংসার। আর এবার তো লড়াই শুরু একার। অন্য পোশাকে। অন্য ইমেজে। তার সাজপোশাকেও ঘটেছে আমূল পরিবর্তন। তার সাজ দেখে কে বলবে সে একাদশ শ্রেণীর ছাত্রী? মুখ তার বয়স বলে দিলেও হার মানতেই হবে তার অভিনয় সৌকর্যের কাছে। কথা বলার ঢং, চলন বলন নিয়ে প্রতিদিন রীতিমতো অনুশীলন করে দিতিপ্রিয়া রায়। দিতিপ্রিয়া সম্বন্ধে একবার ধারাবাহিকের পরিচালক রাজেন দাস বলেছিলেন- "দিতিপ্রিয়া হল জাত শিল্পী। ওকে যে ভাবে অর্থাৎ যে চরিত্রে দেখতে চাইবে ও সেই চরিত্রেই ধরা দিতে প্রস্তুত। ওর প্রতিদিনের শেখার আগ্রহই অনেকদূর এগিয়ে নিয়ে যাবে ওকে।"
ধারাবাহিকের মোড় ঘুরেছে অন্যদিকে। তাই প্রতিদিন সন্ধে সাড়ে ৬ টায় জি বাংলায় দেখুন 'রানী রাসমণি', জি বাংলায়।