দুঁদে পুলিশ অফিসার শিবানী শিবাজি রায়ের চরিত্রে এখনও দর্শক মনে রেখে দিয়েছেন তাঁকে। দীর্ঘ বিরতির পর ফের একবার অন্ধকার জগতের ত্রাস হয়ে, দ্বিতীয়বার মর্দানি দেখাতে 'মর্দানি-২' নিয়ে বড়পর্দায় ফিরছেন শিবানী শিবাজি রায় ওরফে রানি মুখার্জি। জানা যাচ্ছে, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মর্দানি’র সিক্যুয়েলই এই ছবি এবং এবারের চরিত্রটি নাকি আগের থেকে আরও বেশি চ্যালেঞ্জিং। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং, এমনকি প্রকাশ্যে এসেছে ছবির 'ফার্স্ট লুক'ও।
এবার যশরাজ ফিল্মসের ব্যানারে ‘মর্দানি-২’-এর প্রযোজনা করছেন রানি মুখার্জির স্বামী আদিত্য চোপড়া। 'মর্দানি'র পরিচালক প্রদীপ সরকারের বদলে সিক্যুয়েলটি পরিচালনা করবেন নবাগত পরিচালক গোপী পুথ্রম। মর্দানির গল্প লিখেছিলেন তিনিই। ‘মর্দানি-২’-এর মাধ্যমে পরিচালক হিসেবে হিন্দি সিনেমায় অভিষেক হচ্ছে তাঁর।
সিনেমার গল্প নিয়ে মুখ না খুললেও চরিত্র প্রসঙ্গে রানি মুখার্জি জানান, এবারের গল্পটি আগের থেকেও টানটান উত্তেজনায় ভরপুর। ভিলেনের চরিত্রটিকে যতটা নেগেটিভ দেখানো সম্ভব ততটাই দেখানো হয়েছে। তার ভয়ডর বলে কিছু নেই। কাউকে ক্ষমা করে না। সহানুভূতি কী তাই জানে না। ভিলেন এবং শিবানীর চরিত্র, দুটিই অসাধারণভাবে লেখা হয়েছে।"
মর্দানি টু’তে ভিলেনের চরিত্রে কাকে নেওয়া হবে তা এখনও প্রকাশ্যে আসেনি। মর্দানি ছবিতে শিবানীর পাশাপাশি ভিলেনের চরিত্রটি সমান গুরুত্বপূর্ণ। সাহসী পুলিশ অফিসার হিসাবে রানি অভিনীত শিবানী চরিত্রটি মানুষের এত প্রশংসা কুড়াতো না যদি না স্ট্রং নেগেটিভ ক্যারেক্টার থাকত। আগের ছবিতে তাহির রাজ ভাসিন নেগেটিভ রোলে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। জানা যাচ্ছে, এবার তাঁর জায়গায় সেরকমই কোনো নতুন মুখ খুঁজছেন ছবির প্রোডিউসাররা।
২০১৯-এর মাঝামাঝি সময়ে মুক্তি পাবে 'মর্দানি-২'।