ফাঁপড়ে পড়েছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে তাঁরা দু'জনে দাঁড়িয়ে রয়েছেন পাশাপাশি, তাঁদের বেশভূষায় মনে হচ্ছে কোনও মন্দিরে পূজো দিতে গিয়েছিলেন এবং তাঁদের দুজনের গলাতেই গেরুয়া রঙের ওড়না। আর সেই ওড়নায় লেখা ‘ভোট ফর বিজেপি’। আপাতদৃষ্টিতে দেখে মনে হবে, বলিউডের এই সেলেব দম্পতি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে ভোটের প্রচারে নেমেছেন। কিন্তু ছবির পেছনের গল্প অন্য সম্পূর্ণ ভিন্ন।
বলিউডের একটা বড় অংশকে দেখা গিয়েছে বিজেপির পক্ষে দাঁড়াতে। তাঁরা জনগণকে বিজেপির প্রার্থীদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করছেন। এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দীপিকা ও রণবীরের ভাইরাল হয়ে যাওয়া ছবিটি দেখলে যে কারোরই মনে হতে পারে, বলিউডের সদ্য বিবাহিত এই তারকা জুটি বিজেপিকে সমর্থন করছেন। আসলে, সিদ্ধিবিনায়কে তোলা রণবীর-দীপিকার একটি ছবিকেই ফটোশপের কারসাজিতে বিজেপির নির্বাচনী প্রচার অভিযানে ব্যবহার করা থয়েছে।
রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের এই ছবিটি ফেসবুকে ‘এক বিহারি ১০০ পে ভারি’-নামক একটি পেজে শেয়ার করা হয়। এই ছবির মাধ্যমে বিজেপিকে ভোট দেওয়ার 'ভুয়ো' প্রচার চালানোর চেষ্টা চালানো হচ্ছিল। তবে কারসাজি করা ছবিটি জনতা পার্টির কোনও নেতাকে শেয়ার করতে দেখা যায়নি। এ ব্যপারে দীপিকা-রণবীরের কাছ থেকেও এখনও কোনও মন্তব্য শোনা যায়নি।