রমেশ দত্ত স্ট্রিট সার্বজনীন | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

শারদীয়ার প্রাক্কালে এখন সবাই ব্যস্ত পুজোর আগে নিজেকে গুছিয়ে নিতে। পুজোর কটা দিন ফিট থাকার জন্য কেউ ভর্তি হয়েছে জিম-এ, আবার কারোর গোটা দিন কেটে যাচ্ছে শপিং মলগুলিতে। আর তার ফাঁকে ফাঁকে টুকটাক ফুচকা আইসক্রিম তো আছেই।

এখন শুধু মায়ের মন্ডপে ঢোকার অপেক্ষা, তারপরেই বাঁধনছাড়া আনন্দে মেতে উঠবে আপামর বাঙালী। তাই তৈরী জিয়ো বাংলাও। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিল উত্তর কলকাতা আনন্দ মন্দিরের পরিচালনায় রমেশ দত্ত স্ট্রিট সার্বজনীন পূজা কমিটির সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতী শঙ্কর সরকার, সহ কোষাধ্যক্ষ ঝুমা ব্যানার্জী ও সাধারণ সদস্য সুস্মিতা ঘোষ। সঞ্চালক ইকেবানার সাথে তাদের পুজোর বিষয়ে জানলাম আমরাও। এই বছর ৭৪তম বর্ষে পদার্পন করল তাদের সাবেকি পুজো।

পঞ্চমীর দিন উদ্বোধনের পর সকল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে পূজা মন্ডপের প্রবেশ দ্বার। পুজোর চারটি দিনই মায়ের ভোগ তৈরী হয় যা পাড়ার সকল বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তবে অষ্টমীর বিশেষ আয়োজনে সামিল হল পল্লীবাসী সহ দর্শনার্থীরাও। সেই দিন প্রায় ৫ হাজার লোকের খাওয়ার আয়োজন করা হয় ক্লাব কর্তৃপক্ষোর তরফ থেকে। চিরাচরিত প্রথা মেনে দশমীর দিন বরম ও সিঁদুর খেলার মাধ্যমে বিদায় জানানো হয় উমাকে। দমদম বা কবি সুভাষগামী যে কোনও মেট্রোতে উঠে নামতে হবে শোভাবাজার সূতানুটি মেট্রো, সেখান থেকে বাসে করে রবীন্দ্র কাননের নিকট এই পূজা মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...