“শিউলি ফুলের সুবাস নিয়ে শরৎ এল চলে,
মাঠে মাঠে কাশফুল হাওয়ার তালে দোলে।”
গৃহীতদুর্গা পুজো প্রায় চলেই এল, আর মাত্র কয়েকটি দিন। তাই গোটা বাংলা এখন ব্যাস্ত শেষ মূহুর্তের প্রস্তুতীতে। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন এমন একটি পুজো, যারা বোনেদিয়ানা বা সাবেকিআনায় উত্তর কলকাতা প্রাচীনতম পুজো, যার নাম রামমোহন সম্মিলনী।
আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন থিম শিল্পী মলয় রায়। সঞ্চালক শ্রেষ্ঠার সাথে তাদের পুজোর বিষয় অনেককিছু জানতে পারলাম আমরাও। এইবছর তাদের পুজো ৭৫তম বর্ষে পদার্পন করল। তাই ২০১৯ শারদোৎসবে চমক দিতে, তারা সিঁদুর ও আলতা কে বেছে নিয়েছে থিম হিসাবে। সধবা মহিলাদের সিঁদুর পড়ার দুটি দিক তারা তুলে ধরতে চেয়েছেন তাদের থিমের মধ্যে দিয়ে, যথা – বৈজ্ঞানিক দিক ও আধ্যাত্মিক দিক।
বৈজ্ঞানিক দিক বলতে মলয় বাবু জানান যে সধবা মহিলাদের সিঁথিতে সিঁদুরটি পড়ার ফলে যে চাপ পড়ে তা মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে ও রাতে ঘুমের কোনও সমস্যা হয় না। আর আধ্যাত্মিক দিকটি হল যেই স্থানে সিদুঁরটা পড়া হয় সেখানে ব্রহ্মার অধিষ্ঠান, তাকে সন্তুষ্ট রাখলে সংসার সুখি থাকে। সধবা মহিলাদের আলতা পড়ার ব্যাপারে কিছু না জানা গেলেও তাদের এই থিম যে বহু দর্শনার্থীদের আকর্ষন করবে তা বলাই যায়।