বৃহস্পতিবার গর্ভগৃহে প্রতিষ্ঠা হল ‘রামলালা’ মূর্তি, প্রকাশ্যে এল তাঁর ছবি

২২ জানুয়ারি রামন্দিরে প্রাণ প্রতিষ্ঠা পাবেন ‘রামলালা’। তবে, গত বুধবার সন্ধ্যায় অযোধ্যার রামমন্দিরে শোভাযাত্রা করে নিয়ে আসা হয়েছিল ‘রামলালা’ বা শিশু রামের মূর্তিকে। সেই মূর্তির উচ্চতা ৫১ ইঞ্চি।

বৃহস্পতিবার দুপুর ১টা ২৮ মিনিটে, সেই ‘শুভ মুহূর্ত’টি আসে। রামলালা মূর্তিটিকে গর্ভগৃহের মূল বেদিতে প্রতিষ্ঠিত করা হয়। এরপর গর্ভগৃহে প্রতিষ্ঠিত করা কৃষ্ণশিলায় তৈরি ‘রামলালা’র মূর্তিটির ছবি সকলের কাছে প্রকাশ্যে এল। সেই ছবিটি প্রথম তুলেছেন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর মিডিয়া ইনচার্জ শরদ শর্মা।  

তবে, এখন ‘রামলালা’র মূর্তিটির মুখ হলুদ কাপড় দিয়ে ঢাকা রয়েছে এবং গায়ে সাদা চাদর দিয়ে মোড়া।

2358173_CON_FB_IMG_1665837086017_11zon

জানা গিয়েছে যে এই মূর্তিটি তৈরি করেছে কর্নাটকের প্রখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ। প্রাথমিক ভাবে তিনটি মূর্তিকে বেছে নেওয়া হয়েছিল। তারপর রামমন্দির নির্মাণ এবং তার দেখভালের দায়িত্বে থাকা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যেরা একটি ভোটের মাধ্যমে যোগীরাজের মূর্তিটিকে ‘নির্বাচিত’ করেন।

এক সংবাদমাধ্যমে জানা গিয়েছে যে বৈদিক ব্রাহ্মণ এবং আচার্যেরা ‘রামলালা’ মূর্তি প্রতিষ্ঠার পর বিশেষ পুজোর আয়োজন করেছিলেন। সেই পুজোয় অংশ নিয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদ এবং ট্রাস্টের সদস্যেরাও। ট্রাস্টের তরফে জানানো হয় যে ‘পবিত্র মন্ত্রোচ্চারণ’-এর মাধ্যমে মূর্তিটিকে গর্ভগৃহের বেদিতে প্রতিষ্ঠিত করা হয়।

আগামী সোমবার রামমন্দিরের গর্ভগৃহের ‘রামলালা’ মূর্তির ‘প্রাণপ্রতিষ্ঠা’ হবে। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ছাড়া এই অনুষ্ঠানে দেশ-বিদেশের ১১ হাজার মানুষদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিন জানা গিয়ছে যে প্রাণপ্রতিষ্ঠার কাজে পৌরোহিত্য করবেন লক্ষ্মীকান্ত দীক্ষিতের নেতৃত্বাধীন কয়েক জন পুরোহিত। এরপর আগামী মঙ্গলবার থেকে রামমন্দির খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য

এটা শেয়ার করতে পারো

...

Loading...