রামকমলের ব্রোকেন ফ্রেমস-এ রোহিত-ঋতাভরী

কেকওয়াক, সিজনস গ্রিটিংস এর পর রামকমল মুখোপাধ্যায় নতুন হিন্দি শর্ট ফিল্ম ‘ব্রোকেন ফ্রেমস’। রামকমল মুখোপাধ্যায়ের ছোট গল্প 'লং আইল্যান্ড আইসড টি'- গল্পের আধারে নির্মিত হতে চলেছে ছবিটি। এই ছবি এক দম্পতির সম্পর্কের গল্প বলবে। তাদের জীবনের টানাপোড়েন, ঘাত-প্রতিঘাত, ভালবাসা নিয়েই ‘ব্রোকেন ফ্রেমস’।

মুখ্য চরিত্রে দেখা যাবে রোহিত বসু রায় এবং ঋতাভরী চক্রবর্তীকে।  

পরিচালক রামকমল কথায়, ‘‘ব্রোকেন ফ্রেমস’- এর কেন্দ্রীয় চরিত্রে রোহিত এবং ঋতাভরীকে পেয়ে ভীষণ খুশি। আমার বন্ধু, কলিগ অনেকেরই গল্পটা ভাল লেগেছিল। সেই গল্প ছবি হচ্ছে, আমি সত্যিই খুশি।’

 ‘ব্রোকেন ফ্রেমস’  এর আগে  ঋতাভরী চক্রবর্তীকে অনুষ্কা শর্মা প্রযোজিত 'পরী'তে  দেখা গিয়েছিল। এছাড়া আয়ুষ্মান খুরানার সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। কালকি কেকলিনের সঙ্গে 'নেকড'-এও তাঁকে দেখা যায়। নতুন ছবি নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। ঋতাভরী বলেছেন, ‘রামকমল আমাকে গল্পটা শোনাবার পর চমকে গিয়েছিলাম। এক দম্পতীর সহজ সাধারণ গল্প। কিন্তু গল্পে টুইস্ট আছে। এমন চরিত্রে আমাকে আগে দেখা যায়নি।’

ঋতাভরীর বিপরীতে আছেন রোহিত বসু রায়। টিনসেল টাউনের ব্যস্ত অভিনেতা জানিয়েছেন, ‘ রামকমল আমাকে শুধু একটা ফোন করেছিলেন। ওঁকে আমি চিনতাম লেখক এবং সাংবাদিক হিসেবে। গল্পটা ভাল লেগেছিল। স্ক্রিপ্টটা পড়ে উত্তেজিত হয়ে পড়েছিলাম। শর্ট ফিল্ম হলেও ছবির দৃশ্যগুলো পরস্পর মিলেমিশে যাচ্ছে। মুহূর্তে হাসায়। মুহূর্তে কাঁদায়।’

ছবির শুট হবে কলকাতায়। ছবির পরিচালনায় রামকমল মুখোপাধ্যায়, প্রযোজনায় অরিত্র দাস, গৌরব দাগা, শৈলেন্দ্র কুমার । মোশন পিকচার্স এবং এস এস- ১ এন্টারটেইনমেন্টের ব্যানারে। মিউজিকের দায়িত্বে শৈলেন্দ্র সায়ন্তি। স্ক্রিন প্লে এবং ডায়লগ লিখেছেন সমীর সাতিজা।       

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...