আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলছে আবহাওয়া দফতর। গত দুদিনের বৃষ্টির পর আজ সকাল থেকে ঠান্ডাটা বেশ জাঁকিয়েই বসেছে। নতুন বছরকে স্বাগত জানাবে বৃষ্টি। চলবে বেশ কয়েকদিন। ঠান্ডা পড়বে জাঁকিয়ে। এই রকম হাড়কাঁপানো ঠান্ডার মধ্যে দিয়েই বিদায় নেবে ২০১৯। ফের শৈত্যপ্রবাহের মধ্যে পড়তে চলেছে রাজ্য।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার ও রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শৈত্যপ্রবাহ বইবে। রয়েছে শীতল দিনের সতর্কতাও। এরই মধ্যে আবার নতুন বছরের প্রথম দিন থেকে ফের বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে বছর শেষে জম্পেশ ঠান্ডা উপভোগ করবে রাজ্য। বিশেষত ২ জানুয়ারি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শক্রবার আলিপুর আবহাওয়া দফতর থেকে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এও জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর থেকে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হতে শুরু করে দেবে। সেটি উত্তুরে শীতল হওয়ার গতিপথে বাধা তৈরী করবে। তার ফলে তাপমাত্রা বাড়ার পাশাপাশি বায়ুপ্রবাহের হেরফের হওয়ায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি নামবে। আগামীকাল রবিবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এর সঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া দফতর। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে বলে জানানো হয়েছে।