এবারে শীতকালে ঠান্ডা যথেষ্ট উপভোগ করা গেছে। মাঘের ঠান্ডাও পেয়েছি আমরা। আর পেয়েছি মাঝে মাঝেই বৃষ্টির আনাগোনা। শীত যাই যাই করতে করতেও বৃষ্টিকে ছাড়েনি। কালবৈশাখী হয়ে গেছে আগে আগেই। কিছুদিন হল গরম পড়েছে। মার্চ মাস পড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা চড়তে শুরু করেছে। গরম সামনের দিনে বাড়বে বলেই মনে করছেন আবহবিদেরা। উত্তর ভারতে যদিও শীত একটু দীর্ঘস্থায়ী হওয়ায় মার্চ মাসে সেখানে হালকা ঠান্ডা রয়েছে। কিন্তু দক্ষিণ ভারতে তাপমাত্রা বাড়তে শুরু করেছে আগে থেকেই। সেখানে এখনই ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা হয়ে গেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও তাপমাত্রা এই সময় বেড়ে যায়। কিন্তু এ বছর এতটা তাপমাত্রা বাড়বে বলে মনে করছেন না আবহবিদরা।
ফেব্রুয়ারির শেষ দিকে একদফা কালবৈশাখীর পর আবারও এক দফায় হালকা বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আবহাওয়া দফতর থেকে জানা যাচ্ছে, আগামী বৃহস্পতি ও শুক্রবার নাগাদ আবার পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী দু'দিন ধরে উত্তর ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি হবে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঝাড়খন্ড, বিহার, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়তে পারে। উত্তর দিক থেকে আসা শুষ্ক এবং তুলনামূলক শীতল বাতাস এবং বঙ্গোপসাগর থেকে আগত উষ্ণ জলীয় বাষ্প একসাথে মিলে বজ্রমেঘ তৈরী হয়ে ঝড়-বৃষ্টি হতে পারে। কিন্তু সেই বজ্রমেঘ তৈরী হয়ে ঝড়-বৃষ্টি কখন, কোন এলাকায় ধেয়ে আসবে তা এখনই বলা সম্ভব নয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কালবৈশাখীর পরিস্থিতি তৈরী হতে পারে তার পূর্বাভাস আগে থেকেই দেওয়া হয়েছিল কিন্তু সঠিক জায়গা বা সময় এখন জানানো যাচ্ছেনা।