ফাল্গুনে বৃষ্টি,কমল তাপমাত্রা

পশ্চিমী ঝঞ্ঝার ফলে এবারে ফাল্গুনেই জোড়া কালবৈশাখী আর বৃষ্টির কবলে কলকাতা সহ  দক্ষিণবঙ্গ। রবিবার ভোর-রাত থেকে প্রবল বৃষ্টিতে লন্ড ভন্ড শহর। রাজ্যের জেলাসমূহেও একই অবস্থা। ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি,তার সাথে নেমেছে তাপমাত্রাও। আসন্ন দুই তিন দিনে এই অবস্থা পরিবর্তন হবার সম্ভাবনা নেই বলে জানা যায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 

গতকাল ভোর-রাত ৩টা ৫৫ মিনিটে থেকে শুরুহয় বজ্রবিদ্যুত সহ  প্রবল বৃষ্টি। এই সময়ে আছড়ে পড়ে প্রথম কাল বৈশাখী। ঝোড়ো হাওয়া বয়ে যায় ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে যার স্থায়িত্ব ছিল ১ মিনিট। দ্বিতীয় ঝড়টি আছড়ে পড়ে ৪টে ২৫ মিনিটে। শিলাবৃষ্টির সাথে ঘন্টায় ৫৬ কিলোমিটার বেগে বয়ে যায় দ্বিতীয় ঝড়টি। ফলে কলকাতা শহরের  বিভিন্ন স্থানে গাছ  উপড়ে পড়েছে, বিদ্যুতের তার ছিঁড়ে গেছে বলে জানা যায়।

গতকালের জোড়া কালবৈশাখী এই মরশুমের প্রথম কালবৈশাখী বলে জানায়  আবহাওয়া দপ্তর। বৃষ্টি আর ঝড়ের দাপটে রবিবারের তাপমাত্রার তুলনায় কমে যায়  ডিগ্রি তাপমাত্রা। ঝোড়ো হাওয়া বৃষ্টির সাথে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে শহরতলির অনেক জায়গাতে। ফলে কলকাতা সহ  তাপমাত্রা কমেছে জেলাগুলোতেও। সকাল থেকে শহরের নানা প্রান্তে অল্প থেকে মাঝারি বৃষ্টি হয়ে চলেছে। তবে এই আবহাওয়ায়, শীতের পর গরমের হঠাৎ আগমন থেকে একটু হলেও স্বস্তি মিলল রাজ্যবাসীর।

এটা শেয়ার করতে পারো

...

Loading...