Railway Update: হাওড়া থেকে বাঁকুড়া যাতায়াত হবে আরও সহজ, ইন্টারসিটি এক্সপ্রেস চলার অনুমোদন দিল রেলমন্ত্রক

এবার হাওড়া থেকে বাঁকুড়া যাতায়াত হবে আরও সহজ। কারণ বাঁকুড়া থেকে হাওড়া পর্যন্ত ইন্টারসিটি এক্সপ্রেস চলার অনুমোদন দিল রেলমন্ত্রক। এই ট্রেন বাঁকুড়া থেকে ভায়া মশাগ্রাম হয়ে হাওড়া পৌঁছাবে। এর ফলে এই দুই স্টেশনের দূরত্ব খুব সহজেই অতিক্রম করা সম্ভব হবে।

পূর্বে বাঁকুড়া থেকে খড়গপুর হয়ে হাওড়া আসতে হতো। এই রেলপথ চালু হলে বাঁকুড়া-মশাগ্রাম হয়ে সরাসরি হাওড়ায় আসতে পারবেন পাত্রসায়র, ইন্দাস, সোনামুখী সহ বিভিন্ন এলাকার মানুষ। এই ট্রেন চালু হলে হাওড়া থেকে বাঁকুড়া স্টেশনের দূরত্ব হবে ১৮৫ কিলোমিটার।

সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আবেদন করেছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। সেই আবেদনই মান্যতা দিল রেলমন্ত্রক। জয়রামবাটি স্টেশন থেকে বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্ত রেললাইন তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। ২৭ তারিখ অর্থাৎ আজ প্রথমবার পরীক্ষামূলক ভাবে এই শাখায় ট্রেন চালাবে পূর্ব রেল।

পাশাপাশি, বাঁকুড়ার বিষ্ণুপুর-জয়রামবাটি লাইনেও ট্রেন চলাচল শুরু হবে। এটি তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথেরই অংশ হবে। ট্রেন চালু হবে হাওড়া থেকে সরাসরি জয়রামবাটি যাওয়া সম্ভব হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...