ওভারব্রিজ মেরামতির কারণে দীর্ঘসময় অব্ধি বন্ধ থাকবে শিয়ালদহ-ডানকুনি শাখার ট্রেন চলাচল। আগামী থেকে ২২ জানুয়ারি মধ্য রাত থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত বন্ধ থাকবে এই শাখার ট্রেন।
হাইলাইটসঃ
১। শিয়ালদহ-ডানকুনি শাখার ট্রেন চলাচল বন্ধ থাকবে
২। ২২ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত
৩। ওই সময়ের মধ্যে ২২ জোড়া ডানকুনি ট্রেন বাতিল হয়েছে
সোমবার শিয়ালদহের ডিআরএম দীপক নিগম সাংবাদিক জানিয়েছেন, বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝে ব্রিজের মেরামতির প্রয়োজন। এই ব্রিজটি প্রায় ৯৫ বছরের পুরোনো। প্রাচীন ওই রেল ওভারব্রিজের গার্ডার পরিবর্তন করা হবে। এর জেরেই প্রায় ১০০ ঘণ্টা বন্ধ রাখা হবে ট্রেন চলাচল। এই কারণে ঐ রুটে সম্পূর্ণ পাওয়ার ব্লক করে কাজ চলবে।
মেরামতির কারণে ওই সময়ের মধ্যে ২২ জোড়া ডানকুনি লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। এই কারণে বেশ কিছু দুরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে, কলকাতা-পটনা গরিবরথ, কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস, কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস-সহ মোট ১৭টি দুরপাল্লার ট্রেন। বদল হয়েছে দমদম-নৈহাটি লোকালের রুটেও।
এছাড়াও, উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস সহ নান দুরপাল্লা ট্রেনের রুট বদল করা হয়েছে। শিয়ালদহের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস।