Railway News: উত্তর-পূর্ব সীমান্ত রেলে ট্রেনের সময় মনিটর করতে বসানো হল ‘ডেটা লগার’

উত্তর-পূর্ব সীমান্ত রেলে ট্রেন চলাচলের সঠিক সময় মনিটর করতে এবার বসানো হল ‘ডেটা লগার’। এর ফলে ট্রেনের সময় জানা ও সেই নিয়ে কাজ করা হয়ে উঠবে আরও সহজ।

অনেক ট্রেনই প্লাটফর্মে আসতে লেট করে, আবার অনেক ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় প্লাটফর্মে দাঁড়িয়ে থাকে। ট্রেনের সময়ের এই হিসাব এতদিন রাখত স্টেশন ম্যানেজাররা। তাঁদের অন্যতম প্রধান এক কাজ ছিল স্টেশনে আগত সমস্ত ট্রেনের টাইমিং কম্পিউটারে ইনপুট করা। কিন্তু এবার সেই কাজের দায়িত্ব পালন করবে ‘ডেটা লগার’। এরফলে সব ট্রেনের রিয়েল টাইমি মনিটরিং করা সহজ হবে। কোনও কারণেই এই তথ্য ভুল হবে না বা হারিয়ে যাবে না।

এখনও অবধি উত্তর–পূর্ব সীমান্ত রেলের ৫৯টি স্টেশনে ডেটা লগার সংযোগ করা হয়েছে। রেলের তথ্য অনুযায়ী, ডেটা লগারকে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (ক্রিস)-এর কন্ট্রোল অফিস অ্যাপ্লিকেশন (সিওএ)-এর সঙ্গে সফল ভাবে যুক্ত করা সম্ভব হয়েছে। অন্য স্টেশনেও দ্রুত ডেটা লগার বসানোর কাজ সম্পন্ন হবে।

বর্তমানে বেশিরভাগ স্টেশনেই সুরক্ষিতভাবে ট্রেন চলাচলের জন্য আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ডেটা লগারও এর একটি ধাপ। ট্রেনের সময় নিয়ে সঠিক তথ্য পাওয়া গেলে ট্রেনের সময়ানুবর্তিতা বৃদ্ধি করার কাজও আরও দক্ষতার সঙ্গে করা সম্ভব হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...