রেলওয়ে টিকিটে ২৫% অবধি ছাড়

সড়কআকাশ পরিবহন-টিকিটের মূল্যে বিভিন্ন সময় নানারকম ছাড় পাই আমরা। কিন্তু এতদিন রেলওয়েতে তেমন কোনো অফার বা ছাড় পাওয়া যেত না। তবে সেই খামতি মিটিয়ে রেলপথেও এবার পাওয়া যাবে ডিসকাউন্ট। 

সূত্রের খবর, ভারতীয় রেলওয়ের তরফ থেকে টিকিটে ডিসকাউন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে| রেলের টিকিটের ওপর পাওয়া যাবে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। খবরটি গতকাল অর্থাৎ মঙ্গলবার ঘোষিত হয়েছে। 

এই সিদ্ধান্তটি ধার্য্য হবে এসি এক্সিকিউটিভ ক্লাস ও কিছু ট্রেনের চেয়ার কার্স যেমন শতাব্দী এক্সপ্রেস, গতিমান এক্সপ্রেস, তেজস এক্সপ্রেস, ডাবল-ডেকার এবং ইন্টারসিটি এক্সপ্রেসগুলিতে|

রেলওয়ের মিনিস্ট্রি অফিসিয়ালের তরফ থেকে জানানো হয়েছে, এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সকল জোনাল ম্যানেজারদের কাছে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রাপথের ভাড়ার ক্ষেত্রে কোন ট্রেনের রুটে কত শতাংশ ছাড় দেওয়া হবে তা নির্ধারণের অধিকার দেওয়া হচ্ছে জোনাল রেলওয়ের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজারকে

এই ডিসকাউন্টের জন্য কোন ট্রেন ও কোন রুট নির্বাচন করা হবে সেই প্রসঙ্গে একটি গাইডলাইন জারি করা হয়েছে| এছাড়াও জানা গিয়েছে, এই গাইডলাইনটি নির্ভর করবে গত বছরের ট্রেনের যাত্রীসংখ্যার ওপর| সেই অনুযায়ী, এই ডিসকাউন্টটি সারা বছর বা বছরের কিছু কিছু সময়ে পাওয়া যাবে|

উদাহরণস্বরূপ বলা হয়েছে, দিল্লি থেকে আগত লক্ষ্ণৌ শতাব্দী এক্সপ্রেস যখন কানপুর থেকে লক্ষ্ণৌ পর্যন্ত যায় তখন তাতে অনেক খালি সিট থাকে। আবার, আজমের শতাব্দী এক্সপ্রেস যখন জয়পুর থেকে আজমের দিকে যায় সেই সময়ে অনেক সিট খালি থাকে। কারণ অনেকেই ভলভো বাসে যাতায়াত বেশি পছন্দ করে থাকেন|

অর্থাৎ এই ডিসকাউন্টটির উদ্দেশ্য হলো যাত্রীদের রেল পরিবহনে উৎসাহী করে তোলা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...