ডাকঘরের গ্রাহকদের বিভিন্ন পরিষেবায় নিযুক্ত কর্মীরা শুধুমাত্র মহিলারা। এই প্রথম সমগ্র মহিলা কর্মী পরিচালিত ডাকঘর পেলো উত্তরবঙ্গ । শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় সম্পূর্ণ মহিলা কর্মী পরিচালিত রায়গঞ্জ সদর উপ ডাকঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দিনাজপুর ডাক বিভাগের সুপার রাজীবরঞ্জন। এই ডাকঘরটির লেনদেন সংক্রান্ত যাবতীয় কাজকর্ম সামলাবেন মহিলা কর্মীরাই ।
উত্তরবঙ্গের দিনাজপুর বিভাগের অধীনে রয়েছে রায়গঞ্জ মুখ্য ডাকঘর। উকিলপাড়ার এই উপ-ডাকঘরটি রায়গঞ্জের ১৪টি উপ ডাকঘরটির মধ্যে একটি ।ডাকঘরের গ্রাহকদের বিভিন্ন পরিষেবায় নিযুক্ত কর্মীরা আজ থেকে শুধুমাত্র মহিলারাই। এই ডাকঘরটিতে প্রায় আট হাজার গ্রাহক রয়েছেন । প্রতিদিন শতাধিক গ্রাহক টাকাপয়সা লেনদেন সংক্রান্ত কাজের জন্য এই পোস্ট অফিসে যাতায়াত করে থাকেন ।
পোস্ট বিভাগের রায়গঞ্জ মহকুমার সহকারী সুপার রবি লামা বলেন, জেলা তথা উত্তরবঙ্গে এই প্রথম মহিলা ডাকঘরের উদ্বোধন করা হলো । আন্তর্জাতিক নারী দিবসের আগেই উত্তরবঙ্গের প্রথম মহিলা পরিচালিত ডাকঘর পথচলা শুরু করলো । তবে মহিলা কর্মী পরিচালিত এই ডাকঘরে পুরুষ মহিলা নির্বিশেষে পরিষেবা নিতে পারবেন বলে ডাকঘর সূত্রে খবর । দিনাজপুর বিভাগের সুপার রাজীবরঞ্জন বলেন, মহিলাদের সুবিধার দিকে খেয়াল রেখেই নারী দিবসের উপহার হিসাবে রায়গঞ্জে মহিলা কর্মী পরিচালিত একমাত্র ডাকঘরের উদ্বোধন করা হল। কেন্দ্রীয় সরকারের অনেকদিন পরিকল্পনা ছিল মহিলাদের জন্য বিশেষ একটি ডাকঘর চালু করা । এই ডাকঘরটি চালু হওয়ার ফলে বহু মহিলারাই পোস্ট অফিসের পরিষেবা নিতে আগ্রহী হবেন বলে মনে করছেন বিভাগীয় কর্মীরা ।