ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে, দয়াহীন সংসারে
বলিউডে কে যদি একটি যুগ ধরা হয় তাহলে সেই যুগের এক অন্যতম অবতার ছিলেন সঙ্গীত পরিচালক তথা সুরকার রাহুল দেব বর্মন। প্রখ্যাত সঙ্গীত পরিচালক শচিন দেব বর্মন ও গীতিকার মিরা দেব বর্মনের একমাত্র পুত্র সন্তান। নাম আরডি বর্মন হলেও ইন্ডাস্টিতে তাকে সকলে পঞ্চম দা বলেই চিনত। মাত্র ৯ বছর বয়সে গানের সুর রচনা করে পিতার নজর কাড়েন তিনি। ফলস্বরুপ ১৯৫৬ সালে মুক্তি পাওয়া ‘ফানটুস’ ছবিতে সন্তানের প্রথম সৃষ্টিকে জায়গা করে দেয় পিতা শচিন দেব বর্মণ। সেই থেকে শুরু তারপর একের পর এক ‘চলতি কি নাম গাড়ি’, ‘কাগাজ কা ফুল’, ‘তেরে ঘর কে সামনে’, ‘গাউড’ ছবিতে সুর দিয়ে দর্শকদের মন জয় করে নেন পঞ্চম দা। ৫৪ বছরে জীবনে প্রায় ৩শত ৩১টি গানের সুর দিয়ে অল্পদিনেই বলিউডে এক স্বর্ণযুগের সৃষ্টি করে গেছেন তিনি। ১৯৯৪ সালে আজকের দিনেই থেমে গিয়েছিল বলিউডের অমর সৃষ্টি। বলি পাডায় নেমে এসেছিল শোকের ছায়া। চিরনিদ্রায় চলে গিয়েছিলেন সকলের প্রীয় পঞ্চম দা।