একতরফা টেস্ট ম্যাচে ভারতকে জেতাল রাহানে-বুমরাহ

খেলাটা যে একতরফা হবে এটা প্রায় অনেকেই ভেবেছিল। আর ঠিক তাইই হল। অ্যান্টিগুয়া প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩১৮ রানে উড়িয়ে দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ- নিজেদের যাত্রা শুরু করল ভারত সৌজন্যে ভারতীয় দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে অনবদ্য পেসার জসপ্রীত বুমরাহ-এর দুর্দান্ত বোলিং।

অ্যান্টিগুয়ার স্লো পিচে প্রথমে ব্যাট করে শুরুতেই মুশকিলে পড়ে ভারত। অধিনায়ক বিরাট কোহলি আউট হওয়ার পর ভারতের স্কোর দাড়িয়েছিল ২৫/৩। সেখান থেকে দলকে টানতে থাকেন ওপেনার কেএল রাহুল (৪৪) অজিঙ্কা রাহানে (৮১) শেষের দিকে রবীন্দ্র জাদেজা (৫৮) এর দায়িত্বশীল ইনিংসের জেরে ভারত পৌছায় ২৯৭ রানে। ওয়েস্ট ইন্ডিজ-এর হয়ে ভালো বোলিং করেন পেসার কেমার রোচ (-৬৬) শ্যানন গ্যাব্রিয়েল (-৭১) 

এর পর ওয়েস্ট ইন্ডিজ এর সকলেই ভালো শুরু পেলেও সেটিকে বড় রানে নিয়ে যেতে পারেনি। অল্পের জন্য অর্ধশতরান পাননি রস্টন চেস (৪৮) পাশাপাশি ভালো ব্যাটিং করেন শিমরন হেটমায়ার (৩৫) জেসন হোল্ডার (৩৯) ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে যায় ২২২ রানে। ইশান্ত শর্মা (-৪৩) দুর্দান্ত বোলিং করেন ইনিংসে। তার সঠিক লাইন লেংথ পড়তে পারেননি কেউই।

এরপর আবারও টপ অর্ডার ব্যর্থ হলে দলকে ধরে রাখেন অধিনায়ক সহ অধিনায়ক। বিরাট কোহলি (৫১) আউট হওয়ার পর অজিঙ্ক রাহানে হনুমা বিহারি বড় রানের দিকে নিয়ে যায় ভারতকে। প্রায় আড়াই বছর পর শতরান করলেন রাহানে (১০২) কিন্তু অল্পের জন্য নিজের শতরান হাতছাড়া করেন হনুমা বিহারি (৯৩) বিহারি আউট হলে কোহলি ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন ৩৪৩- স্কোরে।

৪১৯ রানের বিরাট লক্ষ্যমাত্রা নিয়ে জসপ্রীত বুমরাহ ইশান্ত শর্মার দুর্ধর্ষ স্পেলে নাকানিচোবানি খায় ওয়েস্ট ইন্ডিজ এর ব্যাটিং লাইনআপ। একের পর এক উইকেট পড়তে থাকে তাদের,  ৯টি উইকেট পড়ে যায় মাত্র ৫০ রানে। শেষ পর্যন্ত দুই টেলএন্ডার কেমার রোচ (৩৮) মিগুয়েল কামিন্স (১৯) এর ব্যাটিংয়ের জেরে ওয়েস্ট ইন্ডিজ ১০০ অল আউট হয়। মাত্র রানে উইকেট নেন বুমরাহ, এছাড়া ৩টি উইকেট নেন ইশান্ত ২টি নেন মহম্মদ শামি। 

একদিকে যখন অ্যাসেজ এর মত গায়ে কাঁটা দেওয়া টেস্ট ম্যাচ চলছিল, তখন এরকম একপেশে খেলায় মন ভরেনি ক্রিকেটপ্রেমীদের। ৩০ আগস্টে জামাইকাতে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে তুলনামূলক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...