রজার ফেডেরার এগিয়ে রাফায়েল নাদালের থেকে

বার্সেলোনা ও মন্টি কার্লো ওপেনে নিজের দাপট দেখিয়ে র্ক্লে কোর্টে টানা জয়ের পরও মাদ্রিদ ওপেনে রাফায়েল নাদালের ছিটকে যাওযাটা খুবই অপ্রত্যাশিত| মাদ্রিদ ওপেনে তিনি যে ভাবে খেলছিলেন তাতে তিনিই বিজয়ী হবেন এমনটাই মনে হছিল কিন্তু তাকে হারিয়ে দিলেন অস্ট্রিয়ার ডমিনিক থিম, ফলশ্রুতি হিসাবে এক নম্বর জায়গাটাও হাতছাড়া হয়ে গেল নাদালের| তবে সাম্প্রতিক তার সাথে রজার ফেডেরারের সাথে তুলনা নিয়ে নানান খবর শোনা যাচ্ছে, আপাতত কার ফোরহ্যান্ড বেশি ভালো এই নিয়ে একটা সমালোচনা চলছে | এই বিষয়ে আর্জেন্টাইন টেনিস তারকা দেল পোত্রো ফেডেরার কেই এগিয়ে রেখেছেন|

 নাদাল এক স্পেনের সংবাদ মাধ্যমে বলেছেন কার ফোরহ্যান্ড ভালো তা বলা কঠিন ,তবে ট্যুরে যারা যারা খেলছে তাদের থেকে আমার আর রজার এর ফোরহ্যান্ডটা বেশি ভালো| এবার আমাদের দুজনের মধ্যে কে বেশি ভালো সেদিকটা বিচার করতে গেলে র্ক্লে কোর্টে আমি নিজেকে এগিয়ে রাখব কিন্তু ঘাস ও হার্ড কোর্টে অবশ্যয় রজার এগিয়ে|

tennis

রজারের এই মরসুমে র্ক্লে কোর্টে না খেলা নিয়ে নিছকই মজা করে  একটি মন্তব্য করেন নাদাল তিনি বলেন আমার সাথে খেলতে হবে বলেই ও র্ক্লে কোর্টে খেলছে না কারণ ও জানে আমার প্রিয় সারফেসে আমি ওকে হারাবই এই মন্তব্যটি কিন্তু সহজ ভাবে নেননি ফেডেরার জবাবে তিনি বলেন আমার বয়স ৩৬| এই বয়সে রাফার মতো সব কোর্টে খেলা সম্ভব না| আমার বয়সে এসে ও নিজেও এটাই করবে বলে আমার মনে হয়| র্ক্লে কোর্টে আমি কোনকালেই স্বচ্ছন্দ নই তাতে লুকানোর কিছু নেই ঘাসের কোর্ট এবং হার্ড কোর্ট গুলোতেই খেলতে আমার বেশি ভালো লাগে| আপাতত দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক খুব একটা ভালো নয়|

এটা শেয়ার করতে পারো

...

Loading...