যুক্তরাষ্ট্রের ‘ফ্ল্যাশিং মিডোয়ে’ আবারও রাজা নাদাল

বয়স বাড়লেও সাথে সাথে বাড়ে অভিজ্ঞতা হার-জিতের অভিজ্ঞতা, সাফল্য-পরাজয়ের অভিজ্ঞতা। টেকনিক-স্কিল-স্ট্যামিনা এই সকল কিছুর উপরে থাকে এই অভিজ্ঞতা, আর যার অভিজ্ঞতা যত বেশি, শেষ বাজি সেই তো মারে। আর রবিবার তারই প্রমাণ দেখালেন ৩৩ বছর বর্ষীয় স্প্যানিয়ার্ড রাফায়েল নাদাল

রবিবার যুক্তরাষ্ট্র ওপেন- পুরুষদের ফাইনালে রাশিয়া দানিল মেদভেদেভ-এর বিরুদ্ধে সেটের দুর্ধর্ষ থ্রিলার ম্যাচে অসামান্য জয় আনেন রাফায়েল নাদাল। -, -, -, -, - ফলে জিতে নিজের চতুর্থ যুক্তরাষ্ট্র ওপেন কেরিয়ারের ১৯তম গ্র্যান্ডস্ল্যাম খেতাব জিতলেন নাদাল। 

ঘন্টা ৫০ মিনিটের এই দীর্ঘ লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন রাফা যদিও মেদভেদেভ বেশ পরিশ্রম করছিলেন নিজের পয়েন্টের জন্য, ফলে প্রথম সেট যায় টাইব্রেকারে। কিন্তু সেখান থেকে সেটটি জিতে যান নাদাল। এরপর দ্বিতীয় সেটে একপ্রকার হাসতে হাসতে জয় তুলে আনেন রাফা। 

কিন্তু তৃতীয় সেট থেকে হঠাতই জ্বলে ওঠেন রাশিয়ান এই টেনিস তারকা। তৃতীয় সেটের টাইব্রেকারে এবার নাদালকে মাত করেন মেদভেদেভ। এমনকি চতুর্থ সেটেও সহজ জয় তুলে আনেন এবং ম্যাচটিকে নিয়ে যান অন্তিম সেট অবধি।

আর অন্তিম সেটে কাজে আসে রাফার দীর্ঘ অভিজ্ঞতার। মেদভেদেভ-এর সার্ভিস দুবার ব্রেক করে পয়েন্ট ছিনিয়ে আনেন নাদাল। আর শেষ পর্যন্ত পঞ্চম সেট জিতে আবারও একটি গ্র্যান্ডস্ল্যামের মুকুট  নাদালের

এটা শেয়ার করতে পারো

...

Loading...