তুমি রবে নীরবে হৃদয়ে মম

কখনও ‘নষ্টনীড়’ কখনও ‘শেষের কবিতা’ আবার কখনও ‘নৌকাডুবি’ , বার বার রবি ঠাকুরের লেখায় প্রকাশ পেয়েছে মানুষের মনে লুকিয়ে থাকা শোক, দুঃখ, কষ্ট, ব্যাথা ও বেদনা। কিন্তু আপাতদৃষ্টতে দেখতে গেলে তা কিন্ত শুধুমাত্র মানুষের আবেগ, এক অদম্য আনন্দের হাতছানি। কবি বার বার তার লেখার মধ্যে দিয়ে এটা বুঝিয়ে দিয়েছেন যে দুঃখ না হলে আনন্দের কোনো তাৎপর্যই থাকে না। তাই বার বার তার লেখায় মানুষের মনের নেতিবাচক দিকটাই বেশী খুঁজে পাওয়া যায়। তবে সেই সব গল্পের শেষে কিন্তু থাকে প্রবল শান্তির সুখ।

১৯৪১ সালে আজকের দিনেই ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকের উদ্দেশ্য যাত্রা করেন তিনি। চিরজীবনের মতো সত্যি হয়ে রইলো ‘শেষ হয়েও হইলো না শেষের’- উত্তর।

এটা শেয়ার করতে পারো

...

Loading...