রবি কথায় 'রবীন্দ্র কবিতা উৎসব'

বাংলা সংস্কৃতির প্রাণ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সম্প্রতি বিশ্ব কবির জন্ম মাস উপলক্ষে যোধপুর পার্কের 'মৌতাত ক্যাফে'তে আয়োজিত হল'রবীন্দ্র কবিতা উৎসব'। উদ্যোগে 'কলকাতা টুডে'। ১০-১২ মে পর্যন্ত দু’দিন ব্যাপি বিশেষ অনুষ্ঠান। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে, কবিতা ভালোবেসে বহু মানুষ অংশ নিয়েছিলেন এই কবিতা উৎসবে। আবৃত্তি পাঠের জন্য প্রত্যেকেই দশ মিনিট নির্ধারিত সময়ে দেওয়া হয়েছিল।

নিজের জন্মদিনেও কলম ধরতেন কবিগুরু।  তবে ২৫ বছর বয়স হওয়ার আগে কখনও জন্মদিন পালন করেননি তিনি। তাঁর প্রথম জন্মদিন পালন করেছিলেন ভাগ্নি সরলা দেবী। তারপর থেকেই প্রত্যেক বছর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয়। কবিগুরুকে তাঁর জন্মদিনের প্রথম উপহারও দিয়ে ছিলেন সরলা দেবী। জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম করে ভাগ্নি সরলা দেবী তাঁর হাতে তুলে দিয়েছিলেন ইংরেজি কবিতার বই 'দ্য পোয়েম অফ হেইন'। সেই সময় শুধুমাত্র ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো, ভাইঝি, ভাগ্নে ও ভাগ্নিরা তাঁর জন্মদিন পালন করতেন। তবে বর্তমান সময় দুই বাংলা সহ সারা বিশ্বে তাঁর জন্মদিন পালন করা হয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...