'রাজি' ছবির কেন্দ্রীয় চরিত্রে আছে আলিয়া ভাট ও তার হাসব্যান্ড এর ভূমিকায় কো-স্টার ভিকি কৌশল। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধ হল এই ছবিটির প্রেক্ষাপট।
রিভিউ: ছবিতে মুখ্য চরিত্র সেহমত,যে কাশ্মীরের একটি মুসলীম পরিবার জন্মায় ও বড় হয়, তার বাবা হিদায়াত খানের (রজিত কাপুর) নির্দেশে তাকে দেশের হয়ে চরবৃত্তিতে নামতে হয়। ভারতীয় গোয়েন্দা এজেন্ট খালিদ মিরের (জয়দীপ আহলাওয়াট) কাছে প্রশিক্ষণ নিয়ে তার জীবন বদলায়, পাক সেনা অফিসার ইকবাল সইয়দের সঙ্গে বিয়ে করে সে সীমান্ত পার করল,সাথে ছিল গোপন উদ্দেশ্য গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধান করা।ছবিতে ইকবালের মনে দ্বন্দ্ব এসেছে, এদিকে সেহমতের প্রতি ভালোবাসা ও অন্যদিকে দেশ| এদিকে ইকবালের বাবার ভূমিকাও বিগ্রেডিয়ার ও দায়িত্ববান গৃহকর্তা হিসাবে প্রতিষ্ঠা করতে সফল আর অন্যদিকে রজিত কাপুরকে দেশের জন্য মেয়ের জীবন উৎসর্গ করা পিতা হিসাবে বেদনাচ্ছন্ন চরিত্র ফুটিয়ে তুলতেও সফল। ছবিতে একটি বিরল সম্পর্ক দেখা গাছে খালিদ ও সেহমতের মধ্যে, সবশেষে বলা যাই অনুভূতি ও দেশপ্রেমবোধের মধ্যে দ্বন্দ্ব তৈরী টানাটানি তৈরী করে এক রোমাঞ্চকর পরিস্থিতি প্রতিষ্ঠা করতে সফল পরিচালক মেঘনা গুলজার।