R. Praggananandhaa: গর্বিত গোটা দেশ! ক্লাসিক্যাল দাবায় কার্লসেনকে হারিয়ে শীর্ষ ছুঁলেন প্রজ্ঞানন্দ

গত বছর অর্থাৎ ২০২৩ সালে আজারবাইজানে অনুষ্ঠিত দাবা বিশ্বকাপের ফাইনালে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে গিয়েছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। এবার তাঁকে হারিয়েই দুর্দান্ত বদলা নিলেন তিনি। গর্বিত গোটা দেশ!

জানা গিয়েছে যে দাবার অন্যতম কঠিন ফরম্যাট, ক্লাসিক্যাল দাবায় কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিলেন তিনি। এই প্রথমবার ক্লাসিক্যাল চেজে কার্লসেনের বিরুদ্ধে সাদা ঘুঁটি নিয়ে বাজিমাত করেন চেন্নাইয়ের গ্র্যান্ডমাস্টার। নরওয়ে অনুষ্ঠিত এক দাবা প্রতিযোগিতায়, কার্লসেনকে হারিয়ে ওই প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে শীর্ষস্থানে পৌঁছলেন তিনি। তিনি সংগ্রহ করেছেন ৫.৫ পয়েন্ট।

বর্তমানে কার্লসেন এদিন প্রতিযোগিতায় হেরে নেমে গিয়েছে পঞ্চম স্থানে। এর আগে র‍্যাপিড বা এক্সিবিশন রাউন্ডে কার্লসনকে একাধিকবার হারিয়েছিলেন প্রজ্ঞা। তবে, তৃতীয় রাউন্ড অর্থাৎ ক্লাসিকাল চেজে পা দিতেই এই প্রথম এই বড় নজির গড়লেন বিশ্বনাথন আনন্দের অ্যাকাডেমির ছাত্র। এই জয়ের পর তরুণ প্রজ্ঞা বিশ্ব দাবায় একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছে। 

এই ক্লাসিক্যাল চেজ হল আসলে দাবা খেলার অন্যতম কঠিক ফরম্যাট। এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের প্রতিটি চালের আগে ভাবার জন্য অনেক সময় দেওয়া হয়। প্রায় এক ঘণ্টারও বেশি সময় নেয় প্রতিযোগীরা। ফলে, খুব স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রে অভিজ্ঞ খেলোওয়াড়রা অ্যাডভান্টেজ পান।

তবে, এখানেই শেষ নয়, নরওয়ে চেজ টুর্নামেন্টে প্রজ্ঞানন্দ একা নয়, ভারত থেকে তাঁর বোন বৈশালি ও কোনেরু হাম্পি অংশগ্রহণ করছেন। এদিনের প্রতিযোগিতায় মহিলাদের বিভাগে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থানে রয়েছেন প্রজ্ঞানন্দের বোন বৈশালীও।

এটা শেয়ার করতে পারো

...

Loading...