গুয়াহাটি ইউনিভার্সিটিতে চলছে থার্ড সেমিস্টারের পরীক্ষা। তার মাঝেই ঘটে গেলো এক অপ্রত্যাশিত ঘটনা। ঘটনার জেরে বাধ্য হয়ে হল ছাড়তে হলো পরীক্ষার্থীদের। গত শুক্রবার ছিল পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা। পেপারের দুটো ভাগ অনুযায়ী, একটা ভাগ ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশন এর উপরে এবং অপরটি ছিল ইন্টারন্যাশনাল রিলেশনের উপরে। এই দুই ভাগের মধ্যে অপশন ছিল যে পরীক্ষার্থীরা নিজের ইচ্ছেমতো বিষয়ে উত্তর দিতে পারবে। কিন্তু প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেই ঘটে বিপত্তি। দেখা যায়, ইন্ডিয়ান কনস্টিটিউশন অংশটি সম্পূর্ণভাবে মিসিং। প্রশ্নপত্রের হাল দেখে স্বাভাবিকভাবেই হল্লা শুরু হয় পরীক্ষার হলের মধ্যেই। এরফলে বেশ কিছু পরীক্ষার্থী হল থেকে বেরিয়েও যায়।
গুয়াহাটি ইউনিভার্সিটির তরফ থেকে জানানো হয়, সেইদিনের জন্য পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। পরবর্তী পরীক্ষার দিন জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা। ইউনিভার্সিটির তরফ থেকে জানানো হয়, কোনো এক বিশৃঙ্খলার কারণে প্রশ্ন ছাপানোতে সমস্যা থেকে গেছে। তাই পরীক্ষাটি সেইদিনের জন্য বন্ধ করে অন্যদিনে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
গত দুইদিন ধরেই খবরের শিরোনামে রয়েছে গুয়াহাটি ইউনিভার্সিটি। প্রথমে ঘটে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকিং এর ঘটনা। জানা যায়, ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটি খুললেই প্রশ্নপত্র বেরিয়ে যাওয়ার একটি খবর আসে। লিকড কোয়েশ্চেন পেপার দেখার জন্য একটি লিংকে ক্লিক করতে বলা হয়। লিংকে ক্লিক করলেই খুলছিল একটি পর্নোগ্রাফিক সাইট। এই নিয়ে ইউনিভার্সিটির তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও প্রশ্নপত্র বিভ্রাট গুয়াহাটি ইউনিভার্সিটিতে।