প্রায় ১২৩ কোটি মানুষের দেশ ভারত। যেখানে ফুটবল বা ক্রিকেট শুধুমাত্র কোনও খেলা নয়, এখানে ক্রিকেট বা ফুটবল একটি আবেগ। তাই ফুটবল বিশ্বকাপ হোক বা ক্রিকেট, সব কিছুর সাথে সেন্টিমেন্ট জড়িয়ে আছে সকল ভারতীয়দের। ফুটবল বিশ্বকাপ খেলার সৌভাগ্য না হলেও, ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে একটি ঐতিহ্যশালি দল হল ভারত। যারা ১৯৮৩ সালে কিংবদন্তি অল-রাউন্ডার কপিল দেবের অধিনায়কত্বে, তৎকালীন বিভিষীকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপে জয় পায়। আর ২০১১ সালে সহজাত দক্ষতা সম্পন্ন উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান এমএস ধোনির অধিনায়কত্বে দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয় ভারত। তাই, অদুর ভবিষ্যতে ক্রিকেট ও ফুটবল কে একসাথে মিলিত করার সিদ্ধান্ত নিয়েছে কাতার। ২০২২ সালে এখানেই আয়োজিত হবে ফুটবলের বিশ্বযুদ্ধ, আর তার সাক্ষী থাকতে ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে আমন্ত্রন জানালেন কাতার বিশ্বকাপের সিইও নাসের আল কাতার। সম্প্রতি মুম্বইয়ের একটি অ্যাওয়ার্ড ফাংশনে এসে তিনি জানান যে ভারতের ক্রিকেটের খ্যাতির কথা মাথায় রেখে ১৯৮৩ ও ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলকে ফুটবলের এই বিশ্বযুদ্ধের সাক্ষী থাকতে আমন্ত্রণ জানান তিনি। তাছাড়াও তিনি জানান যে ফুটবল বিশ্বকাপ আয়োজন করার যে আনন্দ তা সকলের সাথে ভাগ করে নিতে চান কাতার। তাই শুধুমাত্র ক্রিকেট নয় ভারতীয় ফুটবল দলের সকল সদ্স্যদেরও এই উৎসবে সামিল হওয়ার জন্য আর্জি জানান তিনি।