পি ডব্লু ডি ফোরাম ফর আশা ভবন কেন্দ্র | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

কেউ দৃষ্টিহীন তো কেউ বধির আবার কেউ মূক, তবে এই বিশেষ ভাবে সক্ষমরা সবাই একসাথে পুজোর আনন্দে মেতে ওঠে। তাদের উজ্জাপন, তাদের উদ্দিপনা আর বাকি পাঁচটা সুস্থ স্বাভাবিক মানুষের থেকে কোনও অংশে কম নয়। যাদের কথা বলছি তারা আর কেউ নয়, পি ডব্লু ডি ফোরাম ফর আশা ভবন কেন্দ্রের সদস্যরা।

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ উপলক্ষে আমাদের স্টুডিও-এ উপস্থিত ছিলেন পূজা কমিটির সম্পাদক পুতুল মাইতি, সহ সম্পাদক পূর্ণিমা দোলুই   ও দুই  সাধারণ সদস্য মহম্মদ ফারহানপূর্ণিমা ঢালি। সঞ্চালক সিঞ্চিতার সাথে পুজো আড্ডায় জানলাম তদের পুজোর বিষয়। এইবছর সপ্তম বর্ষে, শিশু সরক্ষা কে কেন্দ্র করে সেজে উঠছে তাদের পূজা মন্ডপ। পঞ্চমী বা ষষ্ঠী তে উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে তাদের শারদোৎসবের পথচলা। থাকবে উদ্বোধনী অনুষ্ঠানও।

পুজোর চারদিনই কেন্দ্রের সকল আবাসিকদের নিয়ে চলে খাওয়া দাওয়ার আয়োজন।  এককথায় শারিরীক প্রতিবন্ধকতা কে উপেক্ষা করেও যে দুর্গা পুজোর আনন্দে  মেতে ওঠা যায় তারই এক দৃষ্টান্ত স্থাপন করেছে পি ডব্লু ডি ফোরাম ফর আশা ভবন কেন্দ্রের আবাসিকরা। জিয়ো বাংলার তরফ থেকে তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...