গোল্ড কোস্ট কমন ওয়েল্থ গেমস, চায়না ওয়ার্ল্ড টুর ফাইনাল বা এশিয়ান গেমস ২০১৮, প্রতিবার পরিতৃপ্ত থাকতে হয়েছিল রুপোপ পদক নিয়ে, তাই বার বার বহু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তাকে। তবে কিছুই টলাতে পারে নি তাকে, তিনি তার লক্ষে স্থির ছিলেন তাই এই জয়ের পর হয়ত কিছুটা হলেও জবাব দিতে পেরেছে সেই নিন্দুকদের। টানা সাতবার হারের পর অবশেষে কাটল সেই পরাজয়ের ফারা। জাপানের নজুমি ওকুহারাকে ২১-১৯, ২১-১৭ স্কোরলাইনে হারিয়ে ওয়ার্ল্ড টুর ফাইনালে জয় পেলেন পিভি সিন্ধু। তবে এই জয়ের উল্ল্যেখযোগ্য বিষয় হল, সিন্ধু সেই প্রতিপক্ষদের হারিয়েছে যাদের বিরুদ্ধে ২০১৮ সালে আয়েজিত হওয়া বিভিন্ন টুর্ণামেন্ট পরাজয় ঘটেছিল তার। জাকার্তা এশিয়ান গেমসে চাইনিজ তাইপেইয়ের তাই-জু-ইং এর বিরুদ্ধে হারতে হয়েছিল তাকে, ২০১৮ সালে অল ইংল্যান্ড অপেনের সেমিফাইনালে জাপানের আকানে ইমাগুচির বিরুদ্ধেও পরাজয় ঘটেছিল তারঁ। বছরের শেষে পিভি সিন্ধুর এই পার্ফরম্যান্সে উচ্ছসিত কোচ পুল্লেলা গপিচান্দ।