নতুন বছরে নতুন লক্ষ্য নিয়ে নামছে সিন্ধু

বিশ্বচ্যাম্পিয়নশিপ জয়ের পর থেকে তাঁর ছন্দপতন দেখা দিয়েছে। সেই সব ভাবনাকে উড়িয়ে দিয়ে নতুন বছরে নতুন লক্ষ্য নিয়ে নামতে চলেছেন পিভি সিন্ধু।

সিন্ধু নতুন বছরে নিজের নতুন টার্গেট হিসেবে বেছে নিয়েছে এই বছর টোকিও অলিম্পিক থেকে পদক নিয়ে আসাকে। পর পর দুবার অলিম্পিক থেকে পদক নিয়ে এলে তিনি কুস্তিগির সুশীল কুমারের সাথে একই আসনে বসে পরবেন। আর এই ভাবনা নিয়েই নতুন বছর শুরু করতে চলেছেন সিন্ধু। বাসেলে বিশ্বচ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার পর পরপর টুর্নামেন্টে হেরে যাওয়ার পর নেটিজেনরা তাঁর সমোলচনা শুরু করে দিয়েছেন। এই নিয়ে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সিন্ধু বলেছেন বিশ্বচ্যাম্পিয়নশিপের জয়ের পর অনেক প্রতিযোগিতায় আমি প্রথম রাউন্ডে হেরে গেছি। কিন্তু তার ফলে আমার মনের মধ্যে কোনোরকম নেতিবাচক চিন্তা আসে নি। আমি এই ফলাফল নিয়ে ইতিবাচক থাকতে চেয়েছি। এই সব ভুল থেকে আমি নতুন করে শিখছি। অবশ্যই এই বছর আমি ঘুরে দাঁড়াবো। সিন্ধু আরও বলেছেন আমার এখন লক্ষ্য টোকিও অলিম্পিক থেকে দ্বিতীয় পদক নিয়ে আসা। তাঁর জন্য নিজের টেকনিক এর ওপর জোর দিচ্ছি। দক্ষতা বাড়াতে আমি প্রচুর পরিশ্রম করছি। আসা করি সমস্ত পরিকল্পনা ঠিকভাবে কাজে লাগাতে পারব।

সিন্ধুকে এর পরে দেখা যাবে প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে অংশগ্রহন করতে। যেখানে সিন্ধুকে খেলতে দেখা যাবে হায়দরাবাদ হান্টার্সের হয়ে। পিবিএলে খেলা তিনি উপভোগ করতে চান সাথে পিবিএলে দেশি বিদেশী খেলোয়াড়দের সাথে খেলে নিজেকে আরও উন্নত করতে চান এই সোনার মেয়ে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...