এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। ২২ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন তিনি। বিয়ে হবে রাজস্থানের উদয়পুরে।
হাইলাইটসঃ
১। বিয়ে করতে চলেছেন পিভি সিন্ধু
২। ডিসেম্বর বিয়ে করতে চলেছেন তিনি
৩। বিয়ে হবে রাজস্থানের উদয়পুরে
অলিম্পিক্স গেমে জোড়া পদক জিতেছেন ভারতীয় এই মেয়ে। কিন্তু দীর্ঘ ২৮ মাস ঘরে তিনি সাফল্যের মুখ দেখতে পাচ্ছিলেন না। তবে আগামী রবিবার সৈয়দ মোদী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ট্রফি জেতেন তিনি। আর সোমবারই তিনি ঘোষণা করেন তাঁর জীবনের এক নতুন অধ্যায়ের কথা। বিয়ে করতে চলেছেন তিনি। তবে পাত্র খুব অচেনা নয়। তথ্য প্রযুক্তি সংস্থার অফিসার ভেঙ্কট দত্ত সাই-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন সিন্ধু। ভেঙ্কট পোসিডেস্ক টেকনোলজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন।
সোমবার সংবাদ সংস্থাকে সিন্ধুর বাবা পিভি রমনা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে এই দুই পরিবারের মধ্যে চেনাজানা রয়েছে। কিন্তু এক মাস আগে দুই পরিবার বিয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তবে জানুয়ারি থেকে সিন্ধু নানা টুর্নামেন্টে ব্যস্ত থাকবেন। সে কারণেই ২২ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান রাখা হয়েছে।
জানা গেছে, রাজস্থানের উদয়পুরে বসবে এই বিবাহ আসর। কিন্তু প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে যাবে ২০ ডিসেম্বর থেকেই। এরপর ২৪ ডিসেম্বর দুই পরিবার মিলে হায়দরাবাদে রিসেপশনের অনুষ্ঠানের আয়োজন করবে। এখন দুই পরিবারের মধ্যে জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি।
ভারতীয় খেলাধুলোর জগতে পিভি সিন্ধুকে প্রথম সারির খেলোয়াড় বলা হয়। ২০১৬ এবং ২০২০ অলিম্পিক্সে যথাক্রমে রুপো এবং ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। ২০১৭ সালে বিশ্বের দু’নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড়ও হয়েছিলেন। তবে সদ্য শেষ হওয়া প্যারিস অলিম্পিক্সে কোনও পদক জিততে পারেননি তিনি। কিন্তু চলতি বছরের শেষ মাসে পৌঁছে কেরিয়ার ও ব্যক্তিগত দুই দিকই গুছিয়ে নিয়েছেন পিভি সিন্ধু।