ভারতীয় অ্যাথলেটদের মধ্যে সর্বাধিক আয় সিন্ধুর

ভারত তথা বিশ্বে নারীদের ক্রীড়া যে আলাদা এক পর্যায়ে চলে গেছে তা বলার অপেক্ষা রাখে না। পুরুষদের ক্রীড়ার দর্শকদের টেক্কা তো দিচ্ছেই, পাশাপাশি যেন সকল লাইমলাইট আজ মহিলা ক্রীড়াবিদদের উপরই। আর তাতে কম যান না ভারতীয় মহিলা ক্রীড়াবিদরাও। তারই প্রমাণ পাওয়া গেল ফোর্বস এর তালিকায়। 

মঙ্গলবার ফোর্বস দ্বারা প্রকাশিত ২০১৯ এর সর্বোচ্চ উপার্জনকারী মহিলা ক্রীড়াবিদদের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন ব্যাডমিন্টন এর সুপারস্টার পিভি সিন্ধুমোট ৫.৫ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৩৯ কোটি ২৯ হাজার ৭৫০ টাকা) উপার্জন করে সিন্ধু এই তালিকায় যুগ্মভাবে ত্রয়োদশ স্থানে অবস্থান করছেন।

যদিও এই তালিকায় প্রথম তিনেই রয়েছে টেনিস জগতের তিন হেভিওয়েট মহিলা। মার্কিন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস মোট ২৯.২ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ২০৭ কোটি ৭ লাখ ৩২ হাজার ৬০০ টাকা) উপার্জন করে আবারও প্রথম স্থানটি দখল করেছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন জাপানের নাওমি ওসাকা (২৪.৩ মিলিয়ন ডলার) ও জার্মানির অ্যাঞ্জেলিনা কেরবের (১১.৮ মিলিয়ন ডলার)।

ফোর্বস তরফ থেকে জানানো হয়, গত বছরের জুন থেকে এবছরের জুন অবধি মহিলা খেলোয়াড়দের পুরস্কার মূল্য, উপার্জন, বোনাস, বিজ্ঞাপন ও উপস্থিতি মূল্য বিবেচনা করে এই তালিকা বের করা হয়েছে। এছাড়া ফোর্বস যোগ করেছে একমাত্র টেনিসেই মহিলা ও পুরুষদের অর্থের পরিমাণের পার্থক্য নিতান্তই সামান্য অন্যান্য ক্রীড়ার তুলনায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...