সদ্য মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমা 'পুষ্পা ২'। এটি 'পুষ্পা: দ্য রাইস' সিনেমাটি দ্বিতীয় ভাগ। বিশ্বজুড়ে ব্লকবাস্টার হয়েছে এই চলচ্চিত্রটি। বিশ্বজুড়ে ভিন্ন ভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাও। বাংলা ভাষায় এই সিনেমার গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন বাঁকুড়ার মেয়ে অর্পিতা চক্রবর্তী।
হাইলাইটসঃ
১। 'পুষ্পা ২' সিনেমায় বাংলা ডাবিং –এ গান গাইলেন বাঁকুড়ার মেয়ে
২। গানটির নাম "পিলিংস”
৩। এই গানটি লিখেছেন শ্রীজাত
বাঁকুড়া জেলার বেলিয়াতোড় গ্রামে জন্ম অর্পিতার। ছোটবেলা থেকেই বাঁকুড়ার গান শুনে এবং চর্চা করে বড় হয়েছেন তিনি। বাঁকুড়ার সংস্কৃতির অন্যতম নিদর্শন ভাদু, টুসু, বাউল, লোকগীতি এবং ভোরবেলার সংকীর্তন নিয়ে চর্চা করেছেন তিনি। গানের প্রতি এই ভালোবাসাই তাকে পৌঁছে দিয়েছে বিশ্বের দরবারে।
'পুষ্পা ২' সিনেমায় বাংলা ডাবিং -এর "পিলিংস" গানটি গেয়েছেন অর্পিতা চক্রবর্তী এবং তিমির বিশ্বাস। এই গানটি লিখেছেন শ্রীজাত ও গানের সুর করেছেন দক্ষিণের সুপারহিট দেবী শ্রী প্রসাদ।
সংগীতের বিভিন্ন ধারা এবং লোকগীতি নিয়ে দীর্ঘদিন চর্চা অর্পিতার। ঝুমুর গান নিয়ে পিএইচডিও করেছেন তিনি। এমনকি এই গানের ধারাকে সভ্য সমাজের মধ্যে জায়গা করে নেওয়ার অভিযানকে কেন্দ্র করে পড়াশোনা চালিয়েছিলেন।
সংগীতের প্রতি এই একাগ্রতাই অর্পিতাকে ব্লকবাস্টার সিনেমা 'পুষ্পা ২' -এ গানের সুযোগ এনে দিল। আশা করা যায়, বর্তমান সময়ে তার সুরেলা জার্নি বিশ্বের দরবারে আরও প্রতিষ্ঠিত হবে।