পুরুলিয়ার ছৌ শিল্পী জার্মানিতে

জার্মানিতে পাড়ি দিচ্ছেন পুরুলিয়ার ছৌ শিল্পীরা| খোলসা করেই বলা যাক, জার্মানির বৃহত্তম শহর কার্লসরুহে ‘সামার ডে ফেস্টিভ্যালে’ যোগ দিতে পাঁচ জন ছৌ শিল্পী বুধবার রাতে রওনা দেবেন জার্মানির উদ্দেশ্যে| সেখানে তাঁরা মঞ্চস্থ করবেন ‘মহিষাসুরমর্দিনী’| এ ছাড়াও বাংলার তিনজন হস্তশিল্পী যাচ্ছেন সেখানে নিজেদের শিল্পের প্রদর্শন করতে|                                                                                                             

ছৌ শিল্পের সঙ্গে মাদুর, পটচিত্র, কাঁথা স্টিচের নানা কাজ ওই উত্সবে তুলে ধরছেন বাংলার শিল্পীরা| আগামী ১৩ এবং ১৪ জুলাই জার্মানির কার্লসরুহেতে অনুষ্ঠিত হচ্ছে সামার ডে ফেস্টিভ্যাল| পুরুলিয়ার ছৌ শিল্পীরা দুদিনই তাঁদের দুটি ছৌ পালা ‘মহিষাসুরমর্দিনী’ ও ‘বালি বধ’ প্রদর্শন করবেন| পাঁড়দ্দার বীরেন কালিন্দী ছৌ নৃত্য পার্টি এবং বলরামপুরের মালডির মিতালি ছৌ দল প্রদর্শিত করবে ওই দুটি পালা| দলদুটির পরিচালনায় রয়েছেন জগন্নাথ কালিন্দী| তিনি এর আগেও আটবার বিদেশে গেছেন ছৌ নাচের দল নিয়ে| তাই তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী নিজের দল নিয়ে| দু’টি দল-ই সেরাটা দিতে পারবে এমনটাই আশা রাখছেন তিনি| দলের বাকি সদস্যরা হলেন পশুপতি মাহাতো, অনিল মাহাতো, বলরাম কালিন্দী, বিজয়কিশোর মাহালি| এঁদের সকলের বাড়ি বলরামপুরের পাঁড়দ্দা ও মালডিতে|

   এছাড়া পটচিত্রে পশ্চিম মেদিনীপুরের পিংলার হাজেরা চিত্রকর, পশ্চিম মেদিনীপুরের মাদুরশিল্পী মিঠুরানি জানা এবং কাঁথাস্টিচে বীরভূমের নানুরের আফরোজা খাতুন- এই তিনজন শিল্পীও যাচ্ছেন নিজেদের শিল্পের প্রদর্শনে| আমরা আশা করতেই পারি, সকলেই ভারতের তথা পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করে দেশে ফিরবেন|                                                         

এটা শেয়ার করতে পারো

...

Loading...