চলতি আইপিএল মরশুমে ইতিমধ্যে ৩১টি ম্যাচ খেলা হয়ে গেছে। আর এই ৩১টি ম্যাচ খেলার পর পার্পেল ক্যাপের দৌড়ে সামিল যেই বোলাররা তাঁদের একটি তালিকা আপনাদের সামনে তুলে ধরা হল।
অদ্ভুত ভাবে প্রথম থেকে পঞ্চম স্থান অবধি সব বোলার ১১টি করে উইকেট পেয়েছেন কিন্তু ইকোনমি রেট কম থাকা অথবা কম ম্যাচ খেলার দরুণ তাদঁর মধ্যে এগিয়ে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডেয়া। ৭ ম্যাচে ১১ উইকেট পেয়ে তালিকার প্রথমে আছেন তিনি।
দ্বিতীয় স্থানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের মায়াঙ্ক মারকান্ডে। ৮ ম্যাচে তার সংগ্রহ ১১টি উইকেট।
তৃতীয় স্থানে রয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের সিদ্ধার্থ কওল। ৮ ম্যাচে তিনিও ১১টি উইকেট পেয়েছেন কিন্তু মায়াঙ্ক আগরওয়ালের ইকোনমী রেট তার থেকে কম থাকার ফলে এই স্থানে তিনি।
চতুর্থ স্থানে রয়েছেন রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উমেশ যাদব ৮ টি ম্যাচে ১১টি উইকেট পেয়েছেন তিনি।
পঞ্চম স্থানে আছেন দিল্লি ডেয়ারডেভিল্সের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। ৮টি ম্যাচ খেলে তার সংগ্রহও ১১টি উইকেট কিন্তু বাকি চার জনের থেকে ইকোনমি রেট বেশী থাকার ফলে পাঁচ নম্বরে রয়েছেন তিনি।