আজ পুরীতে জগন্নাথদেবের রথযাত্রা। এই উপলক্ষে পুরীতে ধুমধামের সঙ্গে পালিত হয় দিনটি। দেশ-বিদেশের বিভিন্ন মানুষ আসেন এই দিনে পুরীর রথযাত্রা চাক্ষুষ করতে।
সকাল থেকেই প্রচুর পুন্যার্থী ভিড় করেছেন পুরীর জগন্নাথ মন্দিরের সামনে| প্রতিবারের মত এবারেও বিশেষ কাঠ দিয়ে তৈরী হয়েছে রথ| এই যাত্রায় প্রথমে হয় 'পহন্ডি'। মন্দির থেকে শোভাযাত্রা করে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথে নিয়ে আসাকে স্থানীয় ভাষায় পহন্ডি বলে। পহন্ডির পর তিন বিগ্রহকে ইতিমিধ্যেই রথে তোলা হবে। প্রতিবার যেমন হয়, এবারেও তার অন্যথা হবেনা। পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করবেন-এই রীতিকে বলা হয় 'ছেড়াপহড়া'। এরপর খিচুড়ি ভোগ খেয়ে দুপুর তিনটে নাগাদ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা।
আমাদের রাজ্যে মাহেশের রথ, কোচবিহারের মদনমোহন মন্দিরের রথ, ইসকনের রথ যথেষ্ট সমাদৃত। মুখ্যমন্ত্রী আজ ইসকনের রথের সূচনা করতে গিয়ে জানান, রাজ্য সরকার নবদ্বীপ ও মায়াপুর দুটি স্থানকেই হেরিটেজ টাউন হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হয়েছে।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আজকের দিনে। শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও।
Best wishes to everyone on the special occasion of the Rath Yatra.
— Narendra Modi (@narendramodi) July 4, 2019
We pray to Lord Jagannath and seek his blessings for the good health, happiness and prosperity of everyone.
Jai Jagannath. pic.twitter.com/l9v36YlUQ5
#FBLIVE ISKCON Rath Yatra Festival in Kolkata | কলকাতায় ইসকনের রথযাত্রা উৎসব #2 >> https://t.co/IfPw1Xfvvs
— Mamata Banerjee (@MamataOfficial) July 4, 2019