আন্তর্জাতিক মঞ্চে পাড়ি দিলো 'পিউপা'

পরিচালক ইন্দ্রাশিস আচার্যের ছবি 'পিউপা' এবার দেখানো হবে  'অল লাইট্স ইন্ডিয়া ইন্টারন্যাশানাল ফিল্ম  ফেস্টিভাল' 'ঢাকা ফিল্ম ফেস্টিভাল'-এ। ফিল্ম ফেস্টিভাল দুটি শুরু হবে ডিসেম্বর ১৪ জানুয়ারি। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাহুল ব্যানার্জি, সুদীপ্তা চক্রবর্তী কমলেশ্বর মুখোপাধ্যায় ছবিটির প্রেক্ষাপট হলো বাবা-ছেলের সম্পর্ক নিয়ে। মায়ের মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরেছিল শুভ্র তবে মাত্র কয়েকদিনের জন্য। কিন্তু, ফেরার দিনই শুভ্রর বাবার আবার সেরিব্রাল অ্যাটাক হয়। চিকিৎসক জানিয়ে দেন, তাঁর বাবার হাতে মাত্র ১০-১৫ দিন আছে। কিন্তু, শুভ্রর বাবা কোমায় চলে যান। আর সেই থেকেই শুরু হয় সমস্যা। একদিকে ছুটির দিন শেষ হয়ে আসে। অন্যদিকে বাবাকে ফেলে শুভ্র দেশও ছাড়তে পারে না। এই টানাপোড়েনে কী সিদ্ধান্ত নেবে শুভ্র সেটা নিয়েই ছবিটি। 'ইউথ্যানাশিয়া' বা ইচ্ছেমৃত্যুর মতো জটিল বিষয় নিয়ে ছবিটি তৈরী। ভারতের গন্ডি পেরিয়ে এবার 'পিউপা' পারি দিলো বিদেশে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...