মহারাষ্ট্রের পুনে স্টেশনে সাতদিন চব্বিশ ঘণ্টা বাস সার্ভিসের পর চালু হল চব্বিশ ঘন্টার অটো সার্ভিস ব্যবস্থা। অটো বুকিং এর জন্য ইলেক্ট্রনিক বুথ চালু করা হয়েছে। যা চব্বিশ ঘন্টাই চালু থাকবে যাত্রীদের জন্য। অটো রিকশার লম্বা লাইন এবং অনিশ্চয়তা এড়াতে পারবেন যাত্রীরা।
পুনে ট্র্যাফিক পুলিশ অরগ্যানাইজেশন এবং এক্টি বেসরকারি সংস্থা যৌথ উদ্যোগে এই পরিষেবা শুরু করেছে। এই বুথগুলিতে সারক্ষণ পুলিশি পাহারার বন্দোবস্তও রাখা হয়েছে।
যাতে সব ধরনের যাত্রীরা এই সুবিধা নিতে পারেন তার জন্য ব্যবহার পদ্ধতি রাখা হয়েছে খুব সহজ।
কিয়োস্কতে ঢুকে বুকিং মেশিনে গন্তব্যের নাম টাইপ করতে হবে। সঙ্গে ইমেল আইডি এবং ফোন নম্বর। সঙ্গে সঙ্গে স্ক্রিনে স্টেশন থেকে আপনার গন্তব্যের দুরত্ব, আনুমানিক ভাড়া জানিয়ে দেওয়া হবে। মোবাইল নম্বরে ওটিপি আসবে। যার মাধ্যমে যাত্রী জানতে পারবেন তার বুকিং চূড়ান্ত হল। অটো রিকশার বিশদ বিবরণও জানিয়ে দেওয়া হবে।
একই ভাবে অটো রিকশার চালক তাঁর ফোনে একটি ওটিপি পাবেন। তিনি বুকিং নিলে কিয়োস্কের বুকিং মেশিন থেকে একটি রিসিপ্ট আসবে যাত্রীর জন্য।
গন্তব্য স্থানে পৌঁছে যাওয়ার পর অটো চালককে ভাড়া মিটিয়ে দিলে দুজনের কাছেই ওটিপি আসবে।
চলতি সপ্তাহেই পুনে রেল স্টেশন চত্বরে অটো বুকিং বুথ চালু হয়েছে। বিপুল সাড়া পাওয়া গিয়েছে যাত্রীদের থেকে। প্রথম দিনেই বুকিং সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়।
যাত্রীদের মধ্যেও উৎসাহ দেখা গিয়েছে। অনেক ক্ষেত্রেই অটো চালকরা যেমন ইচ্ছে তেমন ভাড়া চায়, মাঝ রাস্তায় নামিয়ে দেয়। এই ব্যবস্থায় তেমন সুযোগ নেই বললেই চলে। অনেকেই মুম্বই এর অন্য রেল স্টেশন গুলোতেও এমন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।