ক্যানসার চিকিৎসায় প্রোটন থেরাপি

আমাদের দেশ তথা সমগ্র বিশ্বে এখন ক্যান্সার যথেষ্ট পরিমাণে থাবা বসিয়েছে। বিভিন্ন রকম চিকিৎসাপদ্ধতি অবলম্বন করা হচ্ছে এই রোগের সুশ্রুষায়। এই রকমই একটি চিকিৎসা তথা থেরাপির সূচনা হল ক্যান্সার প্রতিরোধে। দক্ষিণ পূর্ব এশিয়া শুরু হচ্ছে প্রথম প্রোটন থেরাপি সেন্টার। আর এই সেন্টারে চিকিৎসার সুযোগ পাচ্ছে ৭ জন। ক্যানসার চিকিৎসায় প্রোটন ক্লাবের ১৬তম সদস্য দেশ হল ভারতক্যানসার রেডিয়েশনের এখন পযর্ন্ত সর্বাধুনিক চিকিৎসা হল এই 'প্রোটন বীমা পেনসিল থেরাপি।' এই সেন্টারটি চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নবনির্মিত হয়। ১৯৯২ সালে প্রথম এই থেরাপি ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে করা হয়। এরপর ২০১৭ সালে বেলজিয়াম রিসার্চের সমীক্ষায় জানাগিয়েছে, প্রতি বছর ১৫ লক্ষ মানুষ ক্যানসারে আক্রান্ত হন। ইতিমধ্যে দেশের ৩০ লক্ষ নাগরিক এই ভয়াবহ রোগে আক্রান্ত। তাই সংকটজনক অবস্থাতে এই থেরাপি সকলকে কিছুটা হলেও সাহায্য করবে। তবে এই থেরাপির সাহায্যে কিছু সুস্থ কোষ কে অক্ষত রাখতে পারবে এই যন্ত্র। যা ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে বিশেষ প্রয়োজনীয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...